ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনোদন খাতে ৬৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি

প্রকাশিত: ০৫:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

বিনোদন খাতে ৬৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি

বিনোদন খাতে আগামী দশকে ৬৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে সৌদি সরকার। দেশটিতে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে বড় ধরনের এ বিনিয়োগ করতে যাচ্ছে বলে বৃহস্পতিবার সরকারী সূত্র জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিনোদন কর্তৃপক্ষের প্রধান আহমাদ বিন আকিল আল খতিব বলেন, সরকারী ও বেসরকারী উৎস থেকে এ অর্থায়ন করা হবে। চলতি সপ্তাহে কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৮ সালে প্রায় ৫ হাজার ইভেন্টের পরিকল্পনা রয়েছে তাদের। -অর্থনৈতিক রিপোর্টার সম্প্রতি ‘এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস এর বার্ষিক সেলস এ্যান্ড মার্কেটিং কনফারেন্স-২০১৮’, বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা। এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর সবাইকে স্বাগত জানিয়ে কোম্পানির বিগত বছরের সাফল্যের কথা তুলে ধরেন এবং ২০১৮ সনের কর্মপরিকল্পনা ঘোষণা করেন
×