ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের জয়কে অসম্ভব ভাবছে লঙ্কানরা

প্রকাশিত: ০৭:৩২, ১০ ফেব্রুয়ারি ২০১৮

 বাংলাদেশের জয়কে অসম্ভব ভাবছে লঙ্কানরা

স্পোর্টস রিপোর্টার ॥ এর আগে টেস্টে কখনও তিন শতাধিক রান তাড়া করে জিততে পারেননি বাংলাদেশ। যে তিনবার রান তাড়া করে জেতার রেকর্ড আছে তার মধ্যে সর্বোচ্চ ২১৫ রান ছুঁতে পেরেছে। তবে গত বছর কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ১৯১ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘যেহেতু শ্রীলঙ্কার মাটিতে প্রায় দু ’শ রান তাড়া করে জিতেছি, আমার মনে হয় নিজেদের মাটিতে ৩ শতাধিক রান করে জিততে পারব।’ কিন্তু শ্রীলঙ্কার মিডলঅর্ডার ব্যাটসম্যান রোশেন সিলভা দাবি করলেন ইতোমধ্যে ৩১২ রানের যে লিড হয়েছে তাই জেতার জন্য যথেষ্ট। তিনি মনে করেন মিরপুর টেস্টের যে উইকেট সেখানে ৩ শতাধিক রান করা অসম্ভব। শুক্রবার দ্বিতীয়দিন শেষে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। এ ধরনের উইকেটে খেলে অভ্যস্ত লঙ্কানরা। নিজেদের দেশেও মিরপুরের উইকেটের চরিত্র দেখেছেন রোশেন। এ কারণে সেভাবে পরিকল্পনা করেই ব্যাটিংয়ে নেমেছে লঙ্কানরা। এ বিষয়ে রোশেন বলেন, ‘আমি বলব না এটা খুব ভাল উইকেট, কিন্তু মানসিকভাবে আমরা প্রস্তুত ছিলাম উইকেটে টার্ন হওয়ার ব্যাপারে। ঈশ্বরকে ধন্যবাদ মুস্তাফিজুর রহমানের প্রথম কয়েকটি বলে আমি আউট হইনি। আমি ভেবেছিলাম ভাল ব্যাটিং উইকেট হবে। যখন উপমহাদেশে অসিরা কিংবা অন্য দলগুলো আসে আমরা এ ধরনের উইকেট দিয়ে থাকি। কিন্তু শ্রীলঙ্কার তো ভাল স্পিন আক্রমণ আছে। আমি জানি না তারা কেন এমন উইকেট দিল। আমরা ঠিক এ রকম উইকেটে দেশের মাটিতে খেলি। আমরা সে কারণে যতটা সম্ভব স্বাভাবিক খেলার চেষ্টা করেছি।’ এমন স্পিনবান্ধব উইকেটে ব্যাটসম্যানদের ভাল করার সেরা উপায়টা কি হতে পারে? রোশেন কিছুটা মজা করেই জানালেন প্রার্থনা করে নামতে হবে। তিনি এ বিষয়ে পরবর্তীতে বলেন, ‘ব্যাট করতে যাওয়ার আগে সবচেয়ে ভাল উপায় প্রার্থনা করে নেয়া। আমি মজা করে বললাম কথাটা। আপনি যদি এই উইকেটে ভাল বলের মুখে পড়েন সেক্ষেত্রে কিছু করার নেই। হঠাৎ করেই দুয়েকটি উইকেট হারিয়ে ফেলতে পারেন। অবশ্যই আলগা বলের অপেক্ষা করে তারপর রান তুলতে হবে।’ রোশেনের কথা অনুসারে এখনও যথেষ্ট সময় আছে বাংলাদেশী ব্যাটসম্যানদের জন্য রান করার। কারণ টেস্টের বাকি আছে দুইদিন। কিন্তু রোশেন বললেন, ‘আমি মনে করি না এই উইকেটে ৩ শতাধিক রান করা সম্ভব। এটা সাধারণ জ্ঞান, তবে ক্রিকেট খুবই মজার খেলা। আমরা তাদের ১১০ রানে গুটিয়ে দিয়েছি এবং আমরা আসলে তিন শতাধিক রান পেতে চেয়েছিলাম। সেটা আমরা পেরিয়ে গেছি- এখন আগামীকাল (আজ) সকালে যতটা সম্ভব রান তুলে টার্গেট বাড়িয়ে দেব।’ কিন্তু আপাতত ৩১২ রানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা, এটিকেই যথেষ্ট মনে করছেন রোশেন। আর বাংলাদেশ দলও বুঝতে পারছে যে এটা করা সহজ নয়। এ বিষয়ে রোশেন বলেন, ‘আমার মনে হয় এটাই যথেষ্ট। বাংলাদেশের সব ব্যাটসম্যানও বুঝতে পারছে যে এই উইকেট তেমন সহজ হবে না। আমাদের অনেক বেশি অভিজ্ঞতাসম্পন্ন স্পিন আক্রমণ আছে। তাদেরও ভাল বোলার আছে, কিন্তু রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা খুবই অভিজ্ঞতাসম্পন্ন বোলার। রঙ্গনার যেমন ৪০০ টেস্ট উইকেট আছে, তেমনি দিলরুয়ানের আছে ৭০০ প্রথম শ্রেণীর উইকেট। সুরাঙ্গা ও আকিলাও অনেক ভাল বোলিং করেছে। আমরা এ ম্যাচ জেতার জন্য খুব ভাল অবস্থানে আছি।’
×