ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বি-বাড়িয়া ও আশুলিয়ায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত

প্রকাশিত: ০৮:৫৬, ৯ ফেব্রুয়ারি ২০১৮

বি-বাড়িয়া ও আশুলিয়ায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ কসবায় গণপিটুনিতে এক অজ্ঞাত (৩৫) ডাকাতের মৃত্যু হয়েছে। বুধবার রাত তিনটায় উপজেলার চারগাছ-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কের রাইতলা বাংতি এলাকায় ঘটনাটি ঘটে। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে চারগাছ আসার সময় একটি সিএনজিকে রাইতলা বাংতি এলাকায় গতিরোধ করে একদল ডাকাত। এ সময় সিএনজিতে থাকা যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসী এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ ৫২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে অজ্ঞাত ডাকাত (২৫) নিহত হয়। বৃহস্পতিবার রাত তিনটার দিকে ধামসোনা ইউনিয়নের নলামগ্রামের ব্যবসায়ী হাজী সিদ্দিকুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাতে সিদ্দিকুর রহমানের দোতলা বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ১০/১২ সদস্যের ডাকাত ভেতরে প্রবেশ করে সকলকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে। এরপর আলমারি ভেঙ্গে অনুমান ৮৫ ভরি স্বর্ণালঙ্কার, ১ লাখ ৫২ হাজার টাকা ও কয়েকটি মোবাইল লুট করে চলে যায়। এরপর মসজিদে মাইকিং করে ডাকাতির ঘটনাটি এলাকায় প্রচার করলে এলাকাবাসী ধাওয়া করে ডাকাত দলের এক সদস্যকে আটক করে গণধোলাই দেয়। পরে ওই ডাকাতকে ধামরাই সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×