ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউজিসিতে নির্বাচন

সভাপতি খালেদ ও সাধারণ সম্পাদক মহিবুল

প্রকাশিত: ০৪:০৩, ৯ ফেব্রুয়ারি ২০১৮

সভাপতি খালেদ ও সাধারণ সম্পাদক মহিবুল

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অফিসার্স এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ৮ম সাধারণ নির্বাচনে ইউজিসি সচিব ড. খালেদ সভাপতি এবং ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক মহিবুল আহসান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৮ ফেব্রুয়ারি ইউজিসি ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যরা হলেন- সহ-সভাপতি ওমর ফারুক ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মোরশেদ আহম্মদ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক হারুন মিয়া, সদস্যবৃন্দ নুর ইসলাম চৌধুরী, মামুন পাটোয়ারী এবং এ কে এম মাহমুদুর রহমান মিয়া। ১১-সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি পরবর্তী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। -বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে ভিক্ষুক মুক্ত হচ্ছে নেত্রকোনা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৮ ফেব্রুয়ারি ॥ ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে ভিক্ষুক মুক্ত হচ্ছে নেত্রকোনা জেলা। এ লক্ষ্যকে সামনে রেখে স্থানীয় জেলা প্রশাসন সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরামর্শে এ উদ্যোগ গ্রহণ করা হয়। জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের জানান, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় ইতোমধ্যে জেলার ১০ উপজেলায় ৪ হাজার ৪শ’ ৪৭জন ভিক্ষুকের তালিকা প্রণয়ন করা হয়েছে। পর্যায়ক্রমে সম্পদ (এ্যাসেট) হস্তান্তর এবং স্থানীয় সরকারের ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রভৃতি কর্মসূচীর মাধ্যমে তাদের পুনর্বাসন করা হবে। তাদের সহায়তা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে গঠন করা হয়েছে ‘ভিক্ষুক সহায়তা তহবিল’।
×