ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে ৭ আসামির নাম চার্জশীট থেকে বাদ দেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৬:২০, ৩১ জানুয়ারি ২০১৮

যশোরে ৭ আসামির নাম চার্জশীট থেকে বাদ দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বিএডিসির সার আত্মসাত মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন মামলার অভিযুক্ত এক আসামি। তিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে এই অভিযোগ করেছেন। আদালতে ওই আসামির দেয়া জবানবন্দীতে ঘটনার সঙ্গে ১১ জন জড়িত ছিল বলে উল্লেখ করলেও ৭ জনের কাছ থেকে ১৯ লাখ টাকা ঘুষ নিয়ে মাত্র ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে চার্জশীটে। অবশ্য তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী বলেছেন, এক বছর আগে কোন ঘুষ ছাড়া প্রকৃত দোষীদের বিরুদ্ধেই আদালতে চার্জশীট দেয়া হয়েছে। গত সোমবার সার আত্মসাত মামলায় অভিযুক্ত বিএডিসির সাবেক সহকারী ভা-ার কর্মকর্তা আজগর আলী দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে দেয়া অভিযোগের অনুলিপির কপি যশোরের জেলা প্রশাসকের দফতরে জমা দিয়েছেন। বিএডিসির সাবেক সহকারী ভা-ার কর্মকর্তা আজগর আলী অভিযোগে উল্লেখ করেছেন, ৩২০ টন সার আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর বিএডিসির যুগ্ম পরিচালক (সার) রতন কুমার ম-ল আমার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী। সূত্রমতে, ২০১৬ সালের ৩ জানুয়ারি তদন্ত কর্মকর্তা আজগর আলীকে আটক করে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতনের মাধ্যমে ৫৩ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। এরপর তাকে আদালতে হাজির করা হলে তিনি সার আত্মসাতের কথা স্বীকার করে জবানবন্দী দেন। জবানবন্দীতে সার আত্মসাতের সঙ্গে ১১ জন জড়িত থাকার কথা উল্লেখ করেন। তদন্ত কর্মকর্তা জবানবন্দীতে উল্লিখিত ১১ জনের মধ্যে ৭ জনের কাছ থেকে ১৯ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন। এছাড়া তিনি অভয়নগরের মিলন ট্রেডার্স ও মদিনা ট্রেডার্সের মালিককে ভয়ভীতি দেখিয়ে ও মোটা অংকের ঘুষ গ্রহণ করেছেন। তদন্ত কর্মকর্তা ওয়াজেদ আলী গাজী সাঠিক তদন্ত না করে মামলায় আদালতে মনগড়া একটি চার্জশীট দাখিল করেছেন। অভিযোগে আজগর আলী দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জনিয়েছেন। অবশ্য এ বিষয়ে তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী জানান, অভিযুক্ত আসামি আজগর আলীসহ যারা এ ঘটনার সঙ্গে জড়িত শুধু তাদের বিরুদ্ধে কোন রকম ঘুষ গ্রহণ ছাড়াই চার্জশীট দেয়া হয়েছে।
×