ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যারা আন্দোলনের নামে গণহত্যা চালিয়েছে তাদের বিচার হবে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৬:২৮, ২৮ জানুয়ারি ২০১৮

যারা আন্দোলনের নামে গণহত্যা চালিয়েছে তাদের বিচার হবে ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৭ জানুয়ারি ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা মানুষ হত্যা করেছে, যারা ধর্ষণ করেছে, ’৭৫-এ যারা বঙ্গবন্ধুকে খুন করেছে তাদের সবার বিচার হয়েছে। তেমনি ২০১৪-১৫ সালে যারা আন্দোলনের নামে গণহত্যা চালিয়েছে তাদের সবার বিচার কাজ শুরু হবে। শনিবার সকালে মাদারীপুরে সরকারী ডনোভান বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সরকারের স্বপ্ন হলো মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা। সোনার বাংলা প্রতিষ্ঠা করা। তাই প্রত্যেক বাবা-মাকে তার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে যাতে তারা সন্ত্রাস ও মাদকের দিকে ঝুঁকে না যায়। নৌমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত মিলে আমাদের নেত্রীকে হত্যা করার চেষ্টা করেছে, এখনও করছে। তাই আমাদের প্রয়োজন ঐক্য, আমাদের প্রয়োজন শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রয়োজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়া। আমাদের মাঝে কোন গ্রুপিং না করে সবাই একমত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারী ডনোভান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার খাঁ। পাঁচবিবি সীমান্তে দুই কেজি সোনা উদ্ধার ॥ আটক এক নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৭ জানুয়ারি ॥ শনিবার জেলার পাঁচবিবি সীমান্তে ভারতে পাচারকালে ২কেজি সোনাসহ এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি। বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল রাশেদ অনিসুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল পাঁচবিবির কয়া ক্যাম্পের অধীনে চেঁচরা এলাকা দিয়ে এক ব্যক্তি ভারতে প্রবেশকালে তাকে আটক করে। আটক ব্যক্তির শরীর তল্লাশি করে ২কেজি ওজনের সোনা পাওয়া যায়। যার প্রায় মূল্য ৯০ লাখ টাকা। আটক ব্যক্তি পাঁচবিবির রামভদ্রপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র নূর আলম (৩২)।
×