ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজ্ঞানমেলার শেষ দিনে পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৬:০৮, ২৮ জানুয়ারি ২০১৮

বিজ্ঞানমেলার শেষ দিনে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতো দেশ আজ ডিজিটালাইজ হচ্ছে। আমরা অচিরেই বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলার আকাশে উৎক্ষেপণ করব বলে আশা প্রকাশ করেছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার বিকেল ৩টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দেশের সকল স্কুল-কলেজে কম্পিউটার ল্যাবরেটরিসহ বিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠা করা হয়েছে। আমি আশা করি বাংলাদেশের এসব খুদে বিজ্ঞানীরাই একদিন বিশ্বসেরা বিজ্ঞানী হবে। বিজ্ঞানমেলার শেষ দিনে বিজয়ীদের পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি। সভাপতিত্ব করেন মোঃ ফারুক আহমেদ, চেয়ারম্যান, বিসিএসআইআর। তিন দিনব্যাপী আয়োজিত এ মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫৭৮ জনের অধিক প্রতিযোগী তাদের ১৯৮টি প্রকল্প প্রদর্শন করে। ৪টি গ্রুপে বিভক্ত হয়ে ছাত্র ছাত্রীরা তাদের প্রকল্পগুলো প্রদর্শন করে। যেমন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, নবম থেকে দশম শ্রেণী, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী এবং স্বশিক্ষিত উদ্ভাবক বা বিজ্ঞান ক্লাবসমূহ। এছাড়াও বিসিএসআইআরের গবেষণা ও উন্নয়ন কর্মকা-, উদ্ভাবিত পণ্য উদ্ভাবনী গ্যালারির মাধ্যমে প্রদর্শিত হয় এবং এ প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রসেস নিয়ে গড়ে ওঠা স্থানীয় শিল্পোদ্যোক্তাদের পণ্যও প্রদর্শন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এর শিক্ষক এবং বিসিএসআইআরের বিজ্ঞানী কর্তৃক গঠিত দক্ষ নির্বাচকম-লী খুদে বিজ্ঞানীদের প্রকল্পগুলো নিবিড়ভাবে পর্যাবেক্ষণের মাধ্যমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের নির্বাচিত করেন। পুরস্কার হিসেবে প্রথম স্থান প্রাপ্তরা পান নগদ ত্রিশ হাজার টাকা, সনদপত্র এবং ক্রেস্ট। দ্বিতীয় স্থান প্রাপ্তরা পান নগদ পঁচিশ হাজার টাকা, সনদপত্র এবং ক্রেস্ট এবং তৃতীয় স্থান প্রাপ্তরা পান নগদ বিশ হাজার টাকা, সনদপত্র এবং ক্রেস্ট।
×