ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ফেরত কার্যক্রম দ্রুত শুরু হওয়াটা খুব জরুরী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৪, ২৫ জানুয়ারি ২০১৮

রোহিঙ্গা ফেরত কার্যক্রম দ্রুত শুরু হওয়াটা খুব জরুরী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আগামী দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্পন্ন করা হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এমপি বলেছেন, গত ২৩ জানুয়ারি রোহিঙ্গা ফেরত কার্যক্রম শুরু হয়নি-এর অর্থ এই নয় যে, কার্যক্রম থেমে গেছে। তবে ফেরত কার্যক্রম দ্রুত শুরু হওয়াটা খুব জরুরী। তিনি বলেন, রোহিঙ্গা ফেরত শুরুর তারিখ ২৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল গত বছরের ২৩ নবেম্বর। ওইদিন পররাষ্ট্রমন্ত্রী ও মিয়ানমারের একজন মন্ত্রীর সমঝোতার ভিত্তিতে তা নির্ধারিত হয়েছিল। দুই মাসের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এমন একটি জটিল কাজ দুই মাস আগে নির্ধারণ করা খুব কঠিন। তবে আমরা একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। ২৩ বা ২৫ বা ৩০ তারিখ হতে পারে। আমরা আশা করছি দ্রুত প্রসেস শুরু হবে। বুধবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সালেহা শাহ্ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীণবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ছেঁড়াদ্বীপের পাশ থেকে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান চালিয়ে স্মরণকালের সবচেয়ে বড় ইয়াবার চালান আটক করতে সক্ষম হয়েছে। চালানে আটক হয়েছে প্রায় চার লাখ পিস ইয়াবা। মঙ্গলবার রাত আটটার দিকে কোস্ট গার্ড অভিযানটি চালায়। কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক নৌবাহিনীর কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, বঙ্গোপসাগরের সেন্টমার্টিন্স দক্ষিণ পূর্ব পয়েন্টে ছেঁড়াদ্বীপের পাশ থেকে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে সেন্টমার্টিন্স কোস্ট গার্ড।
×