ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুইন সাউথের আইপিও আবেদন শুরু

প্রকাশিত: ০৪:২৮, ৮ জানুয়ারি ২০১৮

কুইন সাউথের আইপিও আবেদন শুরু

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া কুইন সাউথ টেক্সটাইল মিলের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) রবিবার থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। যা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এর আগে ১৪ নবেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬১৫তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আইপিও’র মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি স্বয়ংক্রিয় ওয়ারহাউজ নির্মাণ, মেশিনারিজ ক্রয়, কারখানা আধুনিকায়ন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে। ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা। এ সময় পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.২০ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×