ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিট ধাওয়ান, অনিশ্চিত জাদেজা

প্রকাশিত: ০৬:২২, ৪ জানুয়ারি ২০১৮

ফিট ধাওয়ান, অনিশ্চিত জাদেজা

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার কেপটাউন টেস্ট দিয়ে শুরু হচ্ছে বহুল আলোচিত দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ। মূল লড়াইয়ের আগে নাম্বার ওয়ান বিরাট কোহলিদের জন্য খুব একটা ভাল খবর ছিল না। একে তো কোন প্র্যাকটিস ম্যাচ ছাড়াই মাঠে নামছে সফরকারীরা। তার ওপর তারকা ব্যাটসম্যান রবিন্দ্র জাদেজা সুস্থ হয়ে উঠলেও জ্বরে পড়েছেন স্পিনিং-অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। সফরে তিন টেস্ট, ছয় ওয়ানডে ও তিনটি টি২০ খেলবে আকাশে উড়তে থাকা কোহলির ভারত। অন্যদিকে দীর্ঘ ইনজুরি থেকে ফিট হয়ে উঠলেও প্রথম টেস্টেই স্বাগতিক পেসার ডেল স্টেইনের খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন প্রোটিয়া কোচ ওটিস গিবসন। দক্ষিণ আফ্রিকার বিমানে ওঠার আগে গোড়ালিতে চোট পেয়েছিলেন ধাওয়ান। সংশয় ছিল। কিন্তু একদিন হাতে থাকতেই টিম ম্যানেজমেন্টের তরফে জানিয়ে দেয়া হলো চোট কাটিয়ে প্রথম টেস্টেই মাঠে নামছেন তিনি। ইন্ডিয়ান বোর্ডের (বিসিসিআই) তরফে প্রেস রিলিজে বলা হয়েছে,‘ওপেনার শিখর ধাওয়ান ফিট এবং প্রথম টেস্টের জন্য তৈরি। গোড়ালিতে হালকা চোট ছিল ওর।’ কেপটাউনের হোটেলে ঢোকার সময় পা টেনে হাঁটা দেখেই সংশয়টা বেড়েছিল। কিন্তু সব সংশয় কাটিয়ে মাঠে নামছেন ইনফর্ম এই ব্যাটসম্যান। অন্যদিকে, সংশয় দেখা দিয়েছে অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজাকে নিয়ে। গত দু-দিন ধরে ভাইরাল ফিভারে (জ্বর) আক্রান্ত জাদেজা। বিসিসিআই-র মেডিক্যাল টিম তাঁর দিকে নজর রেখেছেন। সঙ্গে রয়েছে স্থানীয় মেডিক্যাল টিম। বিসিসিআই-এর রিলিজে আরও জানানো হয়েছে, স্থানীয় মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনা করে বিসিসিআই-এর মেডিক্যাল টিম সিদ্ধান্ত নেয় জাদেজাকে হাসপাতালে পাঠানোর। যা খবর, তাতে তার পুরো সুস্থ হয়ে ফিরতে ৪৮ ঘণ্টা লাগতে পারে বলে মনে করা হচ্ছে। এখনই প্রথম টেস্টে তার খেলা নিয়ে কোন সিদ্ধান্ত নিতে চাইচে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ম্যাচের দিন সকালে অবস্থা বুঝেই সিদ্ধান্ত। সফরকারীরা যদি তিন পেসার ও এক স্পিনারে খেলার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে দলে জায়গা পাওয়ার সম্ভাবনা রবিচন্দ্রন অশ্বিনেরই। অন্যদিকে স্টেইন প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকা কোচ গিবসন বলেন,‘ডেল স্টেন ফিট রয়েছে। কিন্তু বলতে পারছি না ওকে আপনারা এই সপ্তাহে মাঠে দেখতে পাবেন কি না।’ স্টেইন ২০১৬Ñএ শেষ টেস্ট খেলার পরে চোট সারিয়ে সদ্য মাঠে ফিরেছেন। কিন্তু তিনি মাঠে ফেরা মানেই যে সোজা টেস্ট দলে সুযোগ পেয়ে যাবেন, তা নয়, এমনটাই বোধহয় বোঝাতে চান দক্ষিণ আফ্রিকান কোচ।
×