ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমরা কখনও ষড়যন্ত্র করে ক্ষমতায় আসিনি ॥ নজরুল

প্রকাশিত: ০৬:৪৫, ৩১ ডিসেম্বর ২০১৭

আমরা কখনও ষড়যন্ত্র করে ক্ষমতায় আসিনি ॥ নজরুল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নির্বাচন ও আন্দোলন দুটোরই প্রস্তুতি নিতে দলের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আমরা কখনও ষড়যন্ত্র করে ক্ষমতায় আসিনি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে জনগণের পক্ষ হয়ে জনগণের আকাক্সক্ষা পূরণ করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, আমরা বিএনপির রাজনীতি করি। আমরা কোন বিপ্লবী দল না, আন্ডারগ্রাউন্ড কোন দল না। বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার পার্টি না। সে কারণে প্রতিনিয়ত আমাদের নির্বাচনের প্রস্তুতি থাকতে হবে। পাশাপাশি আন্দোলনের জন্য প্রস্তুত থাকতেও তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে কর্মীসভায় আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ। ফেব্রুয়ারিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৩০ ডিসেম্বর ॥ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ক্লাস ফেব্রুয়ারি মাসে শুরু হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব হোসেন। অস্থায়ীভাবে তিনটি কলেজের ভবনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে অনলাইনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে ভর্তি পরীক্ষা শেষে পরীক্ষায় উত্তির্ণ ছাত্র/ছাত্রীদের মেধা অনুযায়ী নির্বাচন করা হবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ক্লাস শুরু হবে। শনিবার দুপুরে পৃথকভাবে তিনটি কলেজের আনুষ্ঠানিকভাবে তিনটি ভবনের জন্য চুক্তিস্বাক্ষর ও হস্তান্তরের সময় রেজিস্ট্রার শিক্ষা কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় বঙ্গবন্ধু মহিলা কলেজ, শাহ মখদম ডিগ্রী কলেজ ও শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। রবীন্দ্র অধ্যয়ন, অর্থনীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন এই অনুষদগুলিতে প্রাথমিকভাবে শিক্ষার্থী ভর্তি করা হবে। গাজীপুরে স্পিনিং মিলে বিস্ফোরণ ॥ প্রকৌশলীসহ দগ্ধ দুই স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে সুতা তৈরির একটি কারখানায় জেনারেটর বিস্ফোরিত হয়ে আগুন লেগে প্রকৌশলীসহ দুইজন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন- কারখানার উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম ও তার সহকারী হানিফ মিয়া। জানা যায়, শুক্রবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বেলকুচি স্পিনিং মিলের মূলভবন সংলগ্ন টিনসেড কক্ষে থাকা জেনারেটর হঠাৎ বিস্ফোরিত হয় এবং তাতে আগুন ধরে যায়। আগুন দ্রুত জেনারেটর কক্ষে ছড়িয়ে পড়লে ওই কক্ষে থাকা সাইফুল ও হানিফ দগ্ধ হন। বিষ্ফোরণে জেনারেটর কক্ষের টিনের চাল ধসে পড়ে। কারখানার লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। পরে দগ্ধ দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
×