ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদিতে মা ও দুই ছেলে নিহত ॥ ব্রাহ্মণবাড়িয়ায় আহাজারি

প্রকাশিত: ০৬:৪৫, ৩১ ডিসেম্বর ২০১৭

সৌদিতে মা ও দুই ছেলে নিহত ॥ ব্রাহ্মণবাড়িয়ায় আহাজারি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সৌদি সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী এক পরিবারের মা ও দুই ছেলে নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে ওমরাহ্ হজ পালন করে পবিত্র নগরী মক্কা থেকে মদিনা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তানিয়া হোসেন (৩৫), তার দুই ছেলে ইউসা হোসেন (৭) এবং আযান হোসেন (৩)। এরা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুন্সেফপাড়া মহল্লার ‘ইন্দ্রপুরী’ নামের বাড়িতে থাকতেন। দুর্ঘটনায় নিহতের সংবাদ পাওয়ার পর থেকেই তানিয়ার বাড়িতে চলছে আহাজারি। ২৭ ডিসেম্বর স্ত্রী-সন্তান নিয়ে ওমরাহ্ হজ পালনের জন্য সৌদি আরব যান নিলয়। হজ পালন শেষে বৃহস্পতিবার দিবাগত রাতে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। এ ঘটনায় তানিয়া ও তার দুই ছেলে ইউসা এবং আযান মারা যান। তানিয়ার স্বামী নিলয় সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বামী-সন্তানদের নিয়ে ইতালিতে বসবাসকারী তানিয়া আজ দেশে ফেরার কথা ছিল। চট্টগ্রামে অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর লালদীঘি পাড় এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর পুরাতন গীর্জা রোডের পূবালী ব্যাংক ও হোটেল আল ফালাহ’র সামনে থেকে গোয়েন্দা পুলিশ এ তিনজনকে গ্রেফতার করে। সিএমপি সূত্র জানায়, গ্রেফতার তিনজনের নাম তারেক উদ্দিন ওরফে এহসান (৩৩), আবদুল মান্নান (৩৫) এবং পলাশ দে (৩১)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি পাইপ গান, ৬ রাউন্ড কার্তুজ এবং একটি ধারালো ছোরা। গ্রেফতার এ তিনজনই জিজ্ঞাসাবাদে নগরীর বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
×