ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে নদীতে ডুবোচর ॥ দুর্ভোগে চার গ্রামের মানুষ

প্রকাশিত: ০৪:০৫, ২৬ ডিসেম্বর ২০১৭

লৌহজংয়ে নদীতে ডুবোচর ॥ দুর্ভোগে চার গ্রামের মানুষ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে ডুবোচর জেগে উঠতে শুরু করায় নতুন বিড়ম্বনা শুরু হয়েছে। উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের অন্তত ৪টি গ্রামের প্রায় ৩ হাজার মানুষ প্রায় একমাস ধরে দুর্ভোগ পোহাচ্ছে। কারণ ট্রলারে যাতায়াতকারী চরের বাসিন্দারা কনকসার বাজার ট্রলারঘাট দিয়ে আগের মতো স্বল্প সময়ে পারাপার হতে পারছে না। এই বাজার বরাবর তীর থেকে নদীর প্রায় ৬০ ভাগ প্রশস্ত এলাকায় এই চর উঠেছে গত এক মাসে। নদীতে ডুবোচরের কারণে চর এলাকার বাসিন্দাদের নদীর মাঝখান পর্যন্ত হেঁটে কাদাপানি মাড়িয়ে ট্রলারে উঠতে হয়। এভাবে হেঁটে নদীর মাঝখান পর্যন্ত এসে ট্রলারে উঠে পারাপারে আগের চেয়ে তিনগুণ বেশি সময় লাগছে চরবাসীদের। ফলে সকালে নদীতে ভাটার সময়ে ২শ’ মিটার ও বিকেলে জোয়ারের সময়ে প্রায় দেড় কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে লৌহজংয়ের পদ্মাচরের বাসিন্দাদের নদীর এপারওপার যাতায়াত করতে হচ্ছে। এতে চরের শাকসবজি উৎপাদনকারী ও দুধ বিক্রেতাদের চরম কষ্ট করতে হচ্ছে। তারচেয়েও বেশি ঝামেলা পোহাতে হচ্ছে চরের স্কুলকলেজগামী শিক্ষার্থী, নারী ও শিশুদের। ছাত্রছাত্রীদের কাদাপানি মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয় অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করে। চরবাসীদের এই দুর্ভোগ দেখার কেউ আছে বলেও মনে হয় না। এ নিয়ে কথা হয় পাইকারা চরের মধ্যবয়সী বাসিন্দা আবদুল হকের সঙ্গে। তিনি বলেন, আমাদের এই দুঃখ দেখার কেউ নেই বাবা। চেয়ারম্যান, মেম্বাররা এ ব্যাপারে কোন খোঁজ নেয় না। সত্তরোর্ধ্ব জালালউদ্দিন জানান, আমাদের সবজি নিয়ে এত দূর মাথায় করে বাজারে যাওয়া-আসা বড়ই কষ্ট। ঝাউটিয়া চরের নারী দুধ বিক্রেতা শহিদা বলেন, আমাদের মহিলাদের হাঁটুর উপরে কাপড় তুলে ট্রলারে ওঠানামা করতে বেশ লজ্জা পেতে হয়। লৌহজং-তেউটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মনির হোসেন শেখ বলেন, কনকসার থেকে ঝাউটিয়া পদ্মার এই শাখানদী পারাপার সহজ করতে হলে এই বরাবর ড্রেজার দিয়ে চ্যানেল কেটে রাস্তা বানাতে হবে। কিন্তু এটা খুবই ব্যয়বহুল, যা ইউনিয়ন পরিষদের পক্ষে বহন করা সম্ভব নয়। স্থানীয় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন কিংবা সংসদ সদস্য উদ্যোগ নিলে এত বড় একটি কাজের উদ্যোগ হাতে নেয়া সম্ভব। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি জানান, এব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
×