ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাগুরায় স্মরণসভা

আছাদুজ্জামান ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ॥ চীফ হুইপ

প্রকাশিত: ০৪:০৩, ২৬ ডিসেম্বর ২০১৭

আছাদুজ্জামান ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ॥ চীফ হুইপ

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৫ ডিসেম্বর ॥ জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করার আহ্বান জানিয়েছেন। এমন কোন স্থান নেই যেখানে শেখ হাসিনা কাজ করেননি। তিনি আছাদুজ্জামানকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে উল্লেখ করেন। তিনি সোমবার দুপুরে মাগুরা নোমানী ময়দানে মাগুরা-২ আসন থেকে ৪ বার নির্বাচিত সংসদ সদস্য, সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারি বোর্ডের সাবেক সচিব, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ্যাডভোকেট আছাদুজ্জামানের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি, এটিএম আব্দুল ওয়াহহাব এমপি, মরহুম আছাদুজ্জামানের কন্যা কামরুল লায়লা জলি এমপি, পুত্র প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কু-ুু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, প্রমুখ। এ উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ শোক র‌্যালি বের করে। র‌্যালি শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়। আলোচনা সভার শেষ পর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
×