ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:৩৭, ২৩ ডিসেম্বর ২০১৭

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা একেএম আজাহার উদ্দিনের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভাষাসৈনিক শিক্ষা ট্রাস্ট ও বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আবিষ্কারের যৌথ আয়োজনে শুক্রবার সকালে বিভাগীয় যাদুঘর প্রাঙ্গণে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা ট্রাস্টের সভাপতি এসএম ওমর ফারুক রুমী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মরহুম ভাষাসৈনিক একেএম আজাহার উদ্দিনের সহধর্মিনী সালেহা আজাহার, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেচুর রহমান, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, আবিষ্কারের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক সোহেল, সমাজসেবা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বিভাগীয় যাদুঘরের কর্মকর্তা শাহিন আলম প্রমুখ। ঝালকাঠিতে হেলথ ক্যাম্প নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২২ ডিসেম্বর ॥ ডায়াবেটিক সমিতির উদ্যোগে ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহযোগিতায় শুক্রবার ঝালকাঠি ডায়াবেটিক সমিতিতে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হেলথ ক্যাম্পে ঢাকার বারডেম গ্যাস্ট্রোলজি বিভাগের অধ্যাপক ডাঃ একে আজাদ খান, ডায়াবেটোলজি এ্যান্ড এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডাঃ এস.এম আশরাফুজ্জামান, চর্ম ও যৌন বিভাগের ডাঃ মীর নজরুল ইসলাম, মেডিসিন বিভাগের ডাঃ রাজিউর রহমান এবং হৃদরোগ বিভাগের ডাঃ জাহিদ আলম হেলথ ক্যাম্পে সেবা প্রদান করেছেন। প্রায় ৩ শতাধিক রোগী এই হেলথ ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণ করেছে।
×