ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৬:৫৯, ৮ ডিসেম্বর ২০১৭

নতুন গবেষণা

ওয়্যারলেস চার্জিং ভুলে চার্জার ঘরে ফেলে এলেও ক্ষতি নেই। গোলাকার ডিভাইসটির ওপর রাখলেই চার্জ হবে আইফোন। এ জন্য কোন তারের সংযোগেরও দরকার নেই। ‘মিনি কিউআই ওয়্যারলেস চার্জিং প্যাডটির দাম ৪০ ডলার।সূত্র : ডেইলি মিরর ভার্চুয়াল ড্রোন হাতে থাকা ডিভাইসের স্ক্রিনে তাকিয়েই নির্দিষ্ট পথে ওড়ানো যায় ড্রোন। ওপর থেকে ধারণ করা ছবি সরাসরি দেখাও যায়। এবার ড্রোনের ক্যামেরায় ধারণ করা ভিডিও ছোট স্ক্রিনের বদলে সরাসরি ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইসে দেখার সুযোগ মিলবে। এ জন্য আলাদা ড্রোন তৈরির পাশাপাশি ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটও তৈরি করেছে ডিজেআই।
×