ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়া সফরে জাতিসংঘ কর্মকর্তা

প্রকাশিত: ০৩:৫২, ৬ ডিসেম্বর ২০১৭

উত্তর কোরিয়া সফরে জাতিসংঘ কর্মকর্তা

উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনা লাঘবে পিয়ংইয়ংয়ে বিরল সফরে গেছেন জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। সোমবার তিনি চীনের রাজধানী বেজিংয়ে যাত্রাবিরতি নেন। জাতিসংঘের প্রতিনিধি জেফ্রি ফেল্টম্যানের এই সফর একেবারে ব্যতিক্রমী। শুক্রবার পর্যন্ত তার এ সফর চলবে। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়া এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে ঘোষণার এক সপ্তাহ পর নতুন এ সফরের খবর আসে। খবর এএফপির। মঙ্গলবার সকালে জাতিসংঘের পতাকাবাহী গাড়িতে চড়ে ফেল্টম্যান বেজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এদিন উত্তর কোরিয়ার এয়ারলাইনের একটি ফ্লাইটও সেখানে ছিল। ফেল্টম্যান সোমবার চীনে আসেন। নিভৃতকামী দেশ উত্তর কোরিয়ায় স্বল্প কয়েকটি গমন পথের মধ্যে চীন একটি। চীন হচ্ছে উত্তর কোরিয়ার একমাত্র সামরিক ও কূটনৈতিক মিত্র। সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এ যাবতকালে তাদের সর্ববৃহৎ যৌথ বিমান মহড়া শুরু করেছে। উত্তর কোরিয়া যেটাকে পরমাণু যুদ্ধের সর্বাত্মক উস্কানি বলে মন্তব্য করেছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ফেল্টম্যান উত্তর কোরিয়ায় গিয়ে পারস্পরিক স্বার্থ ও উদ্বেগ নিয়ে আলোচনা করবেন। তবে কিম জং উনের সঙ্গে তার সাক্ষাত হবে কিনা, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
×