ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডেভিস কাপে ফ্রান্সের বাজিমাত

প্রকাশিত: ০৫:২০, ২৯ নভেম্বর ২০১৭

ডেভিস কাপে ফ্রান্সের বাজিমাত

স্পোর্টস রিপোর্টার ॥ তীরে এসে তরী ডুবল বেলজিয়ামের। তাদেরকে হারিয়ে ডেভিস কাপের দশম শিরোপা জয়ের স্বাদ পেল ফ্রান্স। সেইসঙ্গে দীর্ঘ ১৬ বছর পর ডেভিস কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল তারা। রবিবার ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই দিনের খেলা শুরু করেছিল স্বাগতিক ফ্রান্স। কিন্তু জো উইলফ্রেইড সোঙ্গাকে হারিয়ে বেলজিয়ামকে সমতায় ফেরান ডেভিড গোফিন। এর ফলে লুকাস পোইলি এবং স্টিভ দারসিজের বিপক্ষে ম্যাচটাই হয়ে দাঁড়ায় শিরোপা নির্ধারণী। আর সেই ম্যাচ জিতেই বাঁধ-ভাঙ্গা উল্লাসে মাতে ফরাসীরা। শিরোপা নির্ধারণী ম্যাচে লুকাস পোইলি এদিন ৬-৩, ৬-১ এবং ৬-০ গেমে পরাজিত করেন র‌্যাঙ্কিংয়ের ৭৬ নাম্বারে থাকা স্টিভ দারসিজকে। আর তাতেই প্রায় দেড় দশকেরও বেশি সময় পর চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। এর আগে ২০০১ সালে সর্বশেষ ডেভিস কাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল ফরাসীরা। ২৭,০০০ সমর্থকদের সামনে এই শিরোপা জিতে দারুণ রোমাঞ্চিত ফরাসী শিবির। ম্যাচের শেষে জয়ের নায়ক পোইলি বলেন, ‘আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। আমার দলকে নিয়ে আমি সত্যিই খুব গর্বিত। আমরা এবার এই শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নেমেছিলাম। এই ট্রফিটা আমরা সকলেই চেয়েছিলাম। অবশেষে দীর্ঘ ১৬ বছর পর চ্যাম্পিয়ন হলাম আমরা। এতে আমি খুবই আনন্দিত।’ নিজেদের কোর্ট, নিজেদের সমর্থকদের সামনেই অসামান্য এই কীর্তি। পোইলি গর্বিত তার দলের সদস্যদের জন্য। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘দল হিসেবে ট্রফি জয়ের চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না। তাও আবার নিজেদের সমর্থক এবং আমার পরিবার এবং বন্ধু-বান্ধবীদেরই সামনে।’ ফেবারিট বেলজিয়ামকে হারিয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেন ফ্রান্সের অধিনায়ক ইয়ানিক নোয়াহ। অধিনায়ক হিসেবে তৃতীয় শিরোপার স্বাদ পেলেন তিনি। তার মতে, ‘আমরা সকলেই এটা জয়ের জন্য মুখিয়ে ছিলাম। শেষ পর্যন্ত জিততে পেরে আমি খুবই আনন্দিত।’ এদিকে দীর্ঘ দশ বছর ধরেই ডেভিস কাপ জয়ের স্বপ্ন দেখে আসছিলেন জো উইলফ্রেইড সোঙ্গা। অবশেষে স্বপ্ন সত্যি হলো তার। এ প্রসঙ্গে ফরাসী তারকা বলেন, ‘আমার জন্য এটা দারুণ এক অনুভূতি। অবশেষে জিততে সক্ষম হয়েছি। দীর্ঘ ১০ বছর ধরেই এই ট্রফিটা জয়ের স্বপ্ন দেখে এসেছি। আমি সত্যিই খুব আনন্দিত।’ বেলজিয়ামকে হারিয়ে গ্রেট ব্রিটেনকেও ছুঁয়ে ফেলল ফ্রান্স। এই দুই দলেরই এখন ডেভিস কাপের শিরোপার সংখ্যা সমান ১০। তাদের উপরে রয়েছে অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া দ্বিতীয় সর্বোচ্চ ২৮ বারের চ্যাম্পিয়ন। আর ডেভিস কাপের সর্বোচ্চ ৩২ বারের চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি প্রমীলা ডেভিস কাপের শিরোপাটাও নিজেদের করে নিয়েছে আমেরিকার মেয়েরা।
×