ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যুক্তিতর্ক উপস্থাপন রাষ্ট্রপক্ষের

প্রকাশিত: ০৫:৪৩, ২৮ নভেম্বর ২০১৭

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যুক্তিতর্ক উপস্থাপন রাষ্ট্রপক্ষের

স্টাফ রিপোর্টার ॥ স্পর্শকাতর ও বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলার ১৪তম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। মামলার চীফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান সোমবার যুক্তি উপস্থাপন করে বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাসবিরোধী সমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী, তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা শেষে জয় বাংলা স্লোগানের সঙ্গে সঙ্গেই গ্রেনেড হামলা চালানো হয়। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। চীফ প্রসিকিউটরকে যুক্তিতর্কে সহায়তা করেন এ্যাডভোকেট আকরাম উদ্দিন শ্যামল, এ্যাডভোকেট ফারহানা রেজা, নিলুফার ইয়াসমিন ও মোহাম্মদ আমিন । ------------------------------------------------------------------------------------------- ঘোষণা ॥ পূর্ণ পৃষ্ঠা বিজ্ঞাপন থাকায় আজকের শেষের পাতার খবর ১৯ পৃষ্ঠায় প্রকাশিত হলো। ------------------------------------------------------------------------------------------- সোমবার যুক্তিতর্কে মামলার এজহারকারী ও রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মতিঝিল থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর শরীফ ফারুক আহমেদসহ রাষ্ট্রপক্ষের প্রথম ৩৭ জন সাক্ষীর জবানবন্দীর অংশবিশেষ তুলে ধরা হয়। সাক্ষীদের মধ্যে রয়েছেন-ঘটনায় নিহতদের মরদেহের সুরতহালকারী, জব্দ তালিকা ও ঘটনাকালীন উপস্থিত সাক্ষী। এজাহারকারী তার জবানবন্দীতে বলেন, শেখ হাসিনা ওইদিন বিকেল ৫টা ৪০ মিনিটের সময় তার বক্তৃতা শেষ করার সঙ্গে সঙ্গেই গ্রেনেড বিস্ফোরিত হয়। সভার জন্য ট্রাকে নির্মিত অস্থায়ী মঞ্চের দুই ফুটের মধ্যেই গ্রেনেড বিস্ফোরিত হয়। ৭/৮টির মতো গ্রেনেড বিস্ফোরিত হয়। ঘটনায় শতাধিক লোক হতাহত হয়। যাতে রাজনৈতিক নেতা-কর্মী, আইনজীবী-সাংবাদিকও রয়েছেন। এ মামলার প্রথম আইও এসআই মোঃ আমির হোসেনের তথ্যের সঙ্গে এজাহারকারীর তথ্যের মিল পাওয়া যায় বলে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্কে বলেন। রাষ্ট্রপক্ষে উপস্থাপিত ঘটনার অন্য সাক্ষীরাও তাদের জবানবন্দীতে বলেন, শেখ হাসিনার বক্তৃতার পর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান উচ্চারণের সঙ্গে সঙ্গেই গ্রেনেড হামলা শুরু হয়। চীফ প্রসিকিউটর তার যুক্তিতে বলেন, মামলায় যে সকল আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দী পেশ করেছেন এবং সাক্ষীদের মধ্যে যারা জবানবন্দী দিয়েছেন তা যুক্তিতর্কে এ পর্যন্ত তুলে ধরা হয়েছে। বিশেষ করে মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দী সমর্থনে সাক্ষী ও আসামিরা কে কি বলেছেন তা তুলে ধরা হয়েছে।
×