ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৯ জানুয়ারি শুরু হচ্ছে হেইমটেক্সটিল ফ্রাঙ্কফুর্ট

প্রকাশিত: ০০:১০, ২৭ নভেম্বর ২০১৭

৯ জানুয়ারি শুরু হচ্ছে হেইমটেক্সটিল ফ্রাঙ্কফুর্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ হেইমটেক্সটিল ফ্রাঙ্কফুর্ট ২০১৮ তে অংশগ্রহণ করছে বাংলাদেশের মোট ১৯টি হোম টেক্সটাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান। চার দিনব্যাপী বার্ষিক এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে জার্ানীর ফ্রাঙ্কফুর্ট শহরে আগামী ৯ থেকে ১২ জানুয়ারি। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে মোট ৯টি প্রতিষ্ঠান এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) ব্যানারে প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। এদের মধ্যে রয়েছে অনীক কম্পোজিট, ইকেই টেক্স, গ্রিন বাংলা হোমটেক্স, জানটেক্স ইন্ডাস্ট্রি, মানুরি টেক্সটাইল, মিরে টাওয়েল, সাফরীন টেক্স, শামসুদ্দিন টাওয়েলস ভর্জিন গ্রেস। এ ছাড়া যাবের এন্ড যুবায়ের ফেব্রিক্স, এসিএস টেক্সটাইলসহ মোট ১০টি সরাসরি অংশ নিচ্ছে। গত বছরের হেইমটেক্সটিল প্রদর্শনীতে অংশ নেয় ২,৯৬৫ জন প্রদর্শক এবং এতে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় ৬৯,০০০ জন দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় জমে। ইউরোপিয়ান ইউনিয়নের হোম টেক্সটাইল বাজারে বাংলাদেশের বাজার শেয়ার বছরে বেড়েছে ২০ শতাংশ। ২০১৪ অর্থবছরে তা ছিল ১০৭.৪ মিলিয়ন মার্কিন ডলারের সমান এবং আশা করা যচ্ছে ২০২০ অর্থবছরের মধ্যে তা বেড়ে দাঁড়াবে ১৩১.৫ মিলিয়ন মার্কিন ডলার।
×