ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাজাপ্রাপ্ত আসামির মঞ্চে বক্তৃতা ॥ পুলিশ বলছে পলাতক

প্রকাশিত: ০৫:১৬, ২৬ নভেম্বর ২০১৭

সাজাপ্রাপ্ত আসামির মঞ্চে বক্তৃতা ॥ পুলিশ বলছে পলাতক

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৫ নবেম্বর ॥ অস্ত্র মামলায় গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের ১৭ বছরের সাজা হয়েছে দু’সপ্তাহ আগে। এর আগে এক বছরেরও বেশি সময় ধরে জামিনে মুক্তি পেয়ে কাগজে-কলমে তিনি ‘পলাতক’। সাজা মাথায় নিয়েই উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসিসহ রাজনৈতিক নেতাদের সঙ্গে শনিবার দুপুরে এক মঞ্চে বক্তব্য রাখেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্তি হওয়ায় শনিবার গোপালপুর উপজেলা প্রশাসন আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে। গোপালপুর থানা সেতুর মোড়ে আয়োজিত সমাবেশে সাজাপ্রাপ্ত সাইফুলকে বক্তৃতা করতে দেখে বিস্মিত গোপালপুরের মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা শারমীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জানের পুত্র খন্দকার মশিউজ্জামান রোমেল, উপজেলা আওয়ামী লীগের সদস্য মির্জা হারুন-অর-রশিদ বীরপ্রতীক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার, পৌরসভার মেয়র রকিবুল হক ছানা বক্তব্য রাখেন। গত ১৫ নবেম্বর সাইফুল ইসলাম তালুকদারকে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিঞা অস্ত্র মামলায় ১৭ বছর কারাদ-ের আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ এপ্রিল টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের একটি দল সাইফুলের গোপালপুর উপজেলা সদরের নন্দনপুর এলাকার বাসভবনে অভিযান চালায়। এ সময় সাইফুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
×