ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরবদের সঙ্গে সহযোগিতা গোপন রাখা হয় ॥ নেতানিয়াহু

প্রকাশিত: ১৯:০২, ২৫ নভেম্বর ২০১৭

আরবদের সঙ্গে সহযোগিতা গোপন রাখা হয়  ॥  নেতানিয়াহু

অনলাইন ডেস্ক ॥ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন বিভিন্ন আরব দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে ইসরায়েলের। তবে এ সম্পর্ক প্রকাশ্যে আনা হয় না বলে জানিয়েছেন তিনি। বিভিন্ন আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আরব রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের ফলপ্রসূ সহযোগিতার বিষয়টি সাধারণত গোপন রাখা হয়। আরব ভূখণ্ডের মাঝখানে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা নিশ্চিত করা ইহুদি নেতা ডেভিড বেন গুরিয়নের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘আরব রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের ফলপ্রসূ সহযোগিতার প্রসঙ্গটি সাধারণত গোপন রাখা হয়। তবে আমার বিশ্বাস, তাদের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে এবং এতে আমরা আমাদের শান্তির বলয় আরো বাড়াতে পারব। ’ নেতানিয়াহু গত বৃহস্পতিবার আরো বলেন, ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি ‘শেষ পর্যন্ত আসবেই। কারণ পর্দার আড়ালে বহু ঘটনা ঘটে চলেছে। ’
×