ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেঁয়াজের দাম আবারও বেড়েছে

প্রকাশিত: ০৭:৩৯, ২৫ নভেম্বর ২০১৭

পেঁয়াজের দাম আবারও বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সবজির দাম কমলেও ফের বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। খুচরা পর্যায়ে ৯০-৯৫ টাকায় দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে। চারদিন আগেও এই পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ টাকা কেজিতে। প্রতিকেজি আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫-৭৫ টাকায়। সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি নতুন পেঁয়াজ বাজারে এলে দাম কমতে শুরু করবে। চাল, ডাল, ভোজ্যতেল, আটা, চিনি ও ডিমের দাম স্থিতিশীল রয়েছে। শুক্রবার রাজধানীর কাপ্তান বাজার, ফকিরেরপুল বাজার ও কাওরান বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। এদিকে, ভারতের পাশাপাশি বিকল্প বাজার মিসর, থাইল্যান্ড, চীন ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত এসব দেশ থেকে পেঁয়াজ আনা হয়নি। ফলে দেশী এবং ভারতের পেঁয়াজের উপরই নির্ভর করতে হয়েছে ব্যবসায়ীদের। এ মুহূর্তে ভারতের পেঁয়াজের বাজারও চড়া। সূত্র বলছে, হিলি বন্দরে আমদানিকৃত পেঁয়াজে প্রতিকেজিতে দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত। আর এ কারণেই অভ্যন্তরীণ বাজারে দাম বেড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পেঁয়াজ আমদানিকারক জনকণ্ঠকে বলেন, ভারতের বিকল্প অন্য কোন দেশ থেকে পেঁয়াজ এনে মুনাফা করা দুরূহ ব্যাপার। চীন ও থাইল্যান্ডের পেঁয়াজে ঝাঁজ কম থাকায় ওইসব দেশে এই পণ্যটি সবজি হিসেবে খাওয়া হয়। অপরদিকে দেশে এসব পেঁয়াজের ভোক্তা না থাকায় চাহিদা কম।
×