ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথমদিনে তিনটি নতুন জাতীয় রেকর্ড, জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স

দিশা সুলতানা-রকিবুল হাসানের স্বর্ণপদক

প্রকাশিত: ০৫:৫৫, ৬ নভেম্বর ২০১৭

দিশা সুলতানা-রকিবুল হাসানের স্বর্ণপদক

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশন আয়োজিত জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে রবিবার। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রথমদিনে তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। রেকর্ড গড়েছেন বালক হাইজাম্পে বিকেএসপির জিহান ও বালিকা হাইজাম্পে একই প্রতিষ্ঠানের জান্নাতুল। আর কিশোর হাইজাম্পেও নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বিকেএসপির মাসুদ রানা। ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জয় করেন বিকেএসপির দিশা সুলতানা ও রকিবুল হাসান। অর্থাৎ শুরুর দিনেই দাপট দেখিয়েছেন বিকেএসপির খেলোয়াড়রা। আজ হবে শেষদিনের খেলা। প্রথমদিন ৪৩টি দলের ৩৫১ জন এ্যাথলেট অংশগ্রহণ করছে। সারাদিন ১৪টি ইভেন্ট শেষ হয়েছে। নতুন জাতীয় রেকর্ড অর্জন করেছেন বিকেএসপি তিনটিই হাইজাম্পের ইভেন্ট বালক, বালিকা ও কিশোর। বালক হাইজাম্পে ২০০০ সালের রেকর্ড পাবনার ইয়াকুব আলীর ১.৭৪ মিটার টপকিয়ে বিকেএসপির জিহান ১.৮১ করে নতুন জাতীয় রেকর্ড করেছেন। বালিকা হাইজাম্পে ২০০২ সালের রেকর্ড বিজেএমসির রাবেয়া সুলতানার ১.৫০ মিটার টপকিয়ে বিকেএসপির জান্নাতুল ১.৫১ করে নতুন জাতীয় রেকর্ড করেছেন। কিশোর হাইজাম্পে ২০০৯ সালের রেকর্ড বিকেএসপিরই মোঃ মাসুদ কায়সারের ১.৮৬ মিটার টপকিয়ে বিকেএসপির মাসুদ রানা ১.৯৫ করে নতুন জাতীয় রেকর্ড করেছেন। অন্যদিকে কিশোরদের ৮০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন কুড়িগ্রাম জেলার আহসান হাবীব, এই ইভেন্টের কিশোরী ইভেন্টে প্রথম হয়েছেন বিকেএসপির আইভি আক্তার অরিন। বালক শটপুটে প্রথম হয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাহমুদুল হাসান শাওন। কিশোরদের ট্রিপল জাম্পে প্রথম হয়েছেন বিকেএসপির হোসেন মুরাদ। বালিকাদের শটপুটে যশোর জেলা ক্রীড়া সংস্থার মুক্তা খাতুন প্রথম স্থান অধিকার করেন। এবারের ৩৩তম এই আসরে ৬৪ জেলা, ৮ বিভাগ, শিক্ষাবোর্ড, বিকেএসপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৬০০ এ্যাথলেট এবং ১২০ কর্মকর্তা অংশগ্রহণ করছেন। ৪ গ্রুপে ৩৩ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বালক-বালিকা (অনুর্ধ-১৭) ১৪ ইভেন্টে ও কিশোর-কিশোরী (অনুর্ধ-১৯) ১৯ ইভেন্ট। আজ বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার সমাপনী ঘোষণা করবেন ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবীর।
×