ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাবিতে শিবির ক্যাডারকে পুলিশে দিল ছাত্রলীগ

প্রকাশিত: ০৫:৪৭, ৩১ অক্টোবর ২০১৭

রাবিতে শিবির ক্যাডারকে পুলিশে দিল ছাত্রলীগ

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আরিফুল ইসলাম নামের এক শিবির ক্যাডারকে ধোলাই দিয়ে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল থেকে তাকে পুলিশে দেয়া হয়। এদিকে শিবির নেতাকে পুলিশে দেয়ার পর ক্যাম্পাসসংলগ্ন বিনোদপুর বাজার এলাকায় ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে শিবিরের নেতাকর্মীরা। এর পরপরই ক্যাম্পাসে মিছিল করে ছাত্রলীগ। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এবং ফার্সী ভাষা ও সাহিত্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আরিফুল ইসলামসহ ছাত্রশিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী ক্যাম্পাসে ঘুরছিল। দেখতে পেয়ে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের ধাওয়া দেয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও শিবির ক্যাডার আরিফকে আটক করে বঙ্গবন্ধু হলে নিয়ে আসা হয়। পরে তাকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগ। এদিকে শিবির ক্যাডারকে পুলিশে দেয়ার প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর বিনোদপুর বাজারের ম-লের মোড় থেকে ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলটি ঢাকা-রাজশাহী মহাসড়কে এলে বাস লক্ষ্য করে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় শিবির ক্যাডাররা। এ সময় সড়কে চলমান যানবাহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে থেকে শিবিরবিরোধী মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
×