ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের দুই সিরিজের দল ঘোষণা

টি২০তে সিরাজ, টেস্টে বিজয়

প্রকাশিত: ০৪:১৬, ২৪ অক্টোবর ২০১৭

টি২০তে সিরাজ, টেস্টে বিজয়

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে চলমান ওয়ানডে শেষে নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি টি২০ খেলবে ভারত, এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট। এক সঙ্গে দুই সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করেছেন স্বাগতিক নির্বাচকরা। টি২০তে চমক নতুন মুখ পেসার মোহাম্মদ সিরাজ ও ব্যাটসম্যান শ্রেয়াশ ইয়ার। টেস্টে ফিরেছেন মুরালি বিজয় এবং রবিচন্দ্রন অশ্বিন। ভারতের হয়ে সব শেষ গত মার্চে টেস্ট ম্যাচ খেলেছিলেন স্টাইলিশ ব্যাটসম্যান বিজয়। এরপর কব্জির চোটের কারণে শ্রীলঙ্কা সফর মিস করেন তিনি। ফিটনেস ফিরে পাওয়ায় নিজেদের মাঠে সেই লঙ্কানদের বিপক্ষেই ফের জায়গা করে নিলেন। সম্প্রতি অতিরিক্ত খেলার চাপের কথা বললেও বিশ্রাম পাননি অধিনায়ক বিরাট কোহলি। টেস্টে সহ-অধিনায়কের দায়িত্বে যথারীতি আজিঙ্কা রাহানে। এদিকে, লঙ্কানদের বিপক্ষে টেস্টে চমক না থাকলেও দলে আছেন ওয়ানডে সিরিজ থেকে কিছুদিন দলের বাইরে থাকা রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। মূলত ২০১৯ বিশ্বকাপ সামনে রেখে নতুনদের পরখ করে নিতেই টানা কয়েকটি সিরিজে দুই তারকা স্পিনারকে বিশ্রাম দেয়া হয়েছিল। ১৬ নবেম্বর লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে কোহলির দল। কলকাতায় প্রথম ম্যাচের পর নাগপুরে দ্বিতীয় টেস্টে লঙ্কানদের আতিথ্য দেবে টিম-ইন্ডিয়া। টি-২০তে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ইয়ার আর সিরাজ। সম্প্রতি পেসার আশিষ নেহারা অবসরের ঘোষণা দিয়েছেন। তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি-২০ ম্যাচে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ম্যানেজমেন্ট। এই পেসারের সম্মানার্থে এবং মাঠ থেকেই যেন অবসরের অফিসিয়ালি ঘোষণা দিতে পারেন সে ব্যবস্থা করে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চলমান ওয়ানডে শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ১ নবেম্বর থেকে শুরু তিন ম্যাচের টি-২০ সিরিজ। আর ১৬ নবেম্বর লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে কোহলির দল। কলকাতায় প্রথম ম্যাচ হওয়ার পর নাগপুরে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত টি২০ দল ॥ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মনিশ পান্ডে, শ্রেয়াস ইয়ার, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, হারদিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আশিষ নেহরা (শুধুমাত্র ১ ম্যাচ)। শ্রীলঙ্কার বিপক্ষে ভারত টেস্ট দল ॥ বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, হারদিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা ও ভুবনেশ্বর কুমার।
×