স্পোর্টস রিপোর্টার ॥ কোচ হিথ স্ট্রিক বলেছিলেন, ব্রেন্ডন টেইলর আর কাইল জার্ভিস ফেরায় জিম্বাবুইয়ে দল এখন আরও উজ্জীবিত। বুলাওয়ে টেস্টের প্রথমদিনেই মিললো তার প্রতিচ্ছবি। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। কিন্তু জিম্বাবুইয়ানদের দারুণ বোলিংয়ের মুখে প্রথমদিন ৮২.৫ ওভারে ২১৮ রান তুলতেই প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে সফরকারী ক্যারিবীয়রা। সর্বোচ্চ ৯০ রান নিয়ে অপরাজিত থাকেন শাই হোপ। এছাড়া ওপেনার কাইরন পাওয়েল আউট হয়েছেন ব্যক্তিগত ৫৬ রানে। আর কেউ বলার মতো ইনিংস খেলতে পারেননি। জিম্বাবুইয়ের হয়ে শন উইলিয়ামস ৩ ও অধিনায়ক গ্রায়েম ক্রেমার নিয়েছেন ৪টি করে উইকেট।