ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইএমএফের ঋণদান নীতি মানবাধিকারের অনুকূলে নয়

প্রকাশিত: ০৩:৪০, ২০ অক্টোবর ২০১৭

আইএমএফের ঋণদান নীতি মানবাধিকারের অনুকূলে নয়

আন্তর্জাতিক আর্থিক সংস্থার (আইএমএফ) ঋণগ্রহণ নীতি মানবাধিকার ও উন্নয়ন লক্ষ্যমাত্রাকে খাটো করে দেখছে বলে জাতিসংঘ বুধবার জানিয়েছে। আলফ্রেড ডি জায়েজের নেতৃত্বাধীন জাতিসংঘের মানবাধিকার পরিষদের (এইচআরসি) একটি স্বাধীন বিশেষজ্ঞ দলের প্রতিবেদনে বিষয়টি প্রকশ করা হয়। খবর এএফপি। প্রতিবেদনে বলা হয়, যে জাতিসমূহ দরিদ্রতা ও স্বাস্থ্য সঙ্কট মোকাবেলা করছে, সামাজিক ব্যয়, মানবাধিকারের প্রতি সম্মান জানাতে বাধা দেয়া, বেকারত্ব বৃদ্ধি এবং জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতিসাধান রোধে ঋণগ্রহণ নীতি কার্যকর হতে পারে। আলফ্রেড ডি জায়েজ বলেন, ‘মানবাধিকার মাত্রা দীর্ঘ সময় ধরে অবজ্ঞা করা যাবে না।’ তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহের ঋণ প্রদান নীতি অনেক সময় জাতিসংঘের লক্ষ্যের বা উদ্দেশ্যের বিপক্ষে যায়। কেবল মানবাধিকার বিষয়ে নয় বরং টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণে সেগুলো বাধা হয়ে দাঁড়ায়।’ প্রতিবেদনে তিনি জানান, আইএমএফ বেসরকারীকরণ ও কঠোর পরিমাপ নীতিতে গুরুত্ব দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়, গ্রীস, আর্জেন্টিনা ও তিউনিসিয়ায় রাজনৈতিক সঙ্কট এবং দেনা ও অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে কেবল আইএমএফের চাপিয়ে দেয়া ‘চরম অবস্থার’ কারণে।
×