ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাপানে সাধারণ নির্বাচন ॥ এগিয়ে রয়েছেন আবে

প্রকাশিত: ০৩:৩৯, ২০ অক্টোবর ২০১৭

জাপানে সাধারণ নির্বাচন ॥ এগিয়ে রয়েছেন আবে

জাপানের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট শিনজো আবে রবিবারের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছেন। বাস্তববাদী ও বিচক্ষণ এ রাজনীতিবিদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্টের উষ্ণ সম্পর্ক রয়েছে, যেটি তাকে এই জাতীয়তাবাদী নির্বাচনে এগিয়ে দিতে সহায়ক হয়েছে। এদিকে ৬৩ বছর বয়সী রক্ষণশীল আবে টোকিওর গবর্নর ইউরিকো কোইকির অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। তবে সর্বশেষ একটি জরিপে দেখা গেছে, আগাম এই নির্বাচনে এলডিপির তিন শ’ আসন পাওয়ার সম্ভবনা রয়েছে। খবর এএফপি ও ডেইলি নেশনের। জাতীয়তাবাদী কর্মসূচী ও উত্তর কোরিয়া বিষয়ে কঠোর অবস্থান নীতির কারণে প্রধানমন্ত্রী শিনজো আবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে রবিবারের নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে পিংয়ংইয়ং জাপানকে সাগরে ‘নিমজ্জিত’ করার হুমকি দিয়েছে এবং জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপসমূহের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
×