ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইডিএলসির ভিন্নধর্মী প্ল্যাটফর্ম ‘খুশির খেয়া’

প্রকাশিত: ০৫:৩৫, ১২ অক্টোবর ২০১৭

আইডিএলসির ভিন্নধর্মী প্ল্যাটফর্ম ‘খুশির খেয়া’

নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আইডিএলসি বরাবরই সমাজ ও মানুষের উন্নয়নের জন্য কাজ করে এবং মানুষের পাশে থেকে তাদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে নিরলস শ্রম দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আইডিএলসি এবার নিয়েছে ভিন্নধর্মী এক পদক্ষেপ। দেশজুড়ে সুবিধাবঞ্চিত মানুষকে সাহায্য করতে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে ব্যতিক্রমী ও অভিনব প্ল্যাটফর্ম ‘খুশির খেয়া’। এ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক কর্মসূচীতে সহায়তা করা হবে। শুধু তাই নয়, দেশের তরুণ সমাজের মাঝে মানবিকতাবোধ ছড়িয়ে দিতে, এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন সামাজিক উন্নয়নের কাজে তরুণদের অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে আইডিএলসি। ww w.idlc.com/ khushirkheya এ সাইটে গিয়ে তরুণরা আইডিএলসি আয়োজিত যে কোন সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ করতে পারবে। আইডিএলসির সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আরিফ খান বলেন, আমরা বিশ্বাস করি, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা আমাদের দায়িত্ব। সে দায়িত্ববোধ আর মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রতিজ্ঞা থেকেই আমরা এ পদক্ষেপ নিয়েছি। -বিজ্ঞপ্তি
×