ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে হাজার কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:০৬, ৬ অক্টোবর ২০১৭

পুঁজিবাজারে হাজার কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে এক হাজার ৫৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৭৪ কোটি টাকা বা ২০ শতাংশ বেশি। আগের দিন এ বাজারে ৮৮৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। উভয় বাজারেই দরবৃদ্ধি ও লেনদেনের শীর্ষে ছিল ব্যাংক খাতের কোম্পানি। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪, কমেছে ১৪৯ এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৪৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- উত্তরা ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউসিবি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ইসলামী ব্যাংক, আমরা নেটওয়ার্ক, প্রিমিয়ার ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও বিবিএস কেবল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- ট্রাস্ট ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, ডেফোডিল কম্পিউটার, ফেডারেল ইন্স্যুরেন্স, স্টাইলক্রাফট, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, রূপালী ইন্স্যুরেন্স, ইউসিবি ও অগ্রণী ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- মডার্ন ডাইং, ঝিল বাংলা সুগার, ম্যাকসন্স স্পিনিং, নর্দার্ন জুট, সামাতা লেদার, বিচ হ্যাচারি, ইউনিয়ন ক্যাপিটাল, মেট্রো স্পিনিং, হাক্কানী পাল্প ও ফাইন ফুড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৯৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯, কমেছে ১১১ এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- গ্রামীণ ফোন, আমরা নেটওয়ার্ক, ইউসিবি, ন্যাশনাল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ব্যাংক এশিয়া, আইএফআইসি, এক্সিম ব্যাংক ও ঢাকা ব্যাংক।
×