ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুর্দী গণভোটের রায় বাতিল করুন ॥ আবাদী

প্রকাশিত: ০৩:৫১, ২৯ সেপ্টেম্বর ২০১৭

কুর্দী গণভোটের রায় বাতিল করুন ॥ আবাদী

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দী অঞ্চলে চলতি সপ্তাহে স্বাধীনতা প্রশ্নে যে গণভোট হয়Ñবুধবার তা বাতিলের দাবি জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী। এএফপি। আবাদী ইরাকী পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে বলেন, এরপর গণভোটের ফলাফলকে অবশ্যই বাতিল করে দিতে হবে সাংবিধানিক কাঠামোর অধীনে আলোচনায় বসতে হবে। আমরা কখনও গণভোটের ফলাফল নিয়ে কথা বলব না। বরং আমরা সাংবিধানিক বাধ্যবাধকতার অধীনে ইরাকী আইনকানুন সমগ্র কুর্দিস্তানে চালু করব। কুর্দিস্তানে অনুষ্ঠিত গত সোমবারের গণভোটে বিপুলসংখ্যক মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেয় তবে আনুষ্ঠানিকভাবে এখনও এই ফল প্রকাশ করা হয়নি। এই গণভোটের পর থেকে কুর্দীদের ওপর চারদিক থেকে নানান ধরনের চাপ আসছে। এই চাপ শুধু বাগদাদের পক্ষ থেকে নয়, আঙ্কারাও রয়েছে ইরাকের সঙ্গে। এবং এদের অনুরোধে সাড়া দিয়ে মিসর ও লেবানন কুর্দিস্থানের রাজধানী ইরবিলের সঙ্গে তাদের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। লেবাননের মিডল ইস্ট এয়ারলাইন্সের (এমইএ) চেয়ারম্যান মোহাম্মেদ আল্্ হুট এই খবরের সত্যতা স্বীকার করে বলেছেন, ইরাকী বিমান চলাচল কর্তৃপক্ষের অনুরোধে তারা ইরবিলে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছেন। মিসরের বিমান সংস্থা ঈজিপ্ট এয়ার ও এক বিবৃতিতে আগামী শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কুর্দিস্তানে বিমান চলাচল নিষিদ্ধের কথা ঘোষণা করে। এদিকে, ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী এই মর্মে সতর্কবাণী উচ্চারণ করেন, কুর্দিস্তানের ইরবিল ও সুলাইমানিয়া শহরের বিমানবন্দর কাদাদের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে না নিলে এগুলোতে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামা শুক্রবার থেকে বন্ধ থাকবে। হায়দার আবাদীর এই বক্তব্যে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের পরিবহনমন্ত্রী মাওলুদ বাওয়াহ মুরাদ এক সংবাদ সম্মেলনে তার বিস্ময় প্রকাশ করে বলেন, এই বিমানবন্দর দুটি কুর্দিস্তান সরকারের অর্থে নির্মিত হয়েছে। তাই বিমানবন্দর দুটি হস্তান্তরের বিষয়ে বাগদাদের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা জানা দরকার। অন্যদিকে কুর্দিস্তানকে অর্থনৈতিকভাবে কাবু করার লক্ষ্যে তুরস্ক তার ভূখ-ের ওপর দিয়ে কুর্দী তেল রফতানির সরবরাহ পথ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে।
×