ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘রাখাইনে পুড়িয়ে দেয়া জমি দখলে নেবে বর্মী সরকার’

প্রকাশিত: ০৮:২১, ২৮ সেপ্টেম্বর ২০১৭

‘রাখাইনে পুড়িয়ে দেয়া জমি দখলে নেবে বর্মী সরকার’

জনকণ্ঠ ডেস্ক ॥ রাখাইনে চলমান সহিংসতায় পুড়িয়ে দেয়া ভূমির দখল মিয়ানমার সরকার নেবে বলে জানিয়েছেন দেশটির এক মন্ত্রী। রাখাইনের রাজধানী সিটওয়েতে মঙ্গলবার এক বৈঠকে সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মিয়াত আইয়ে বলেন, ‘আমাদের দেশের আইনানুযায়ী পুড়ে যাওয়া ভূমি সরকারের দখলে চলে আসে। সরকার সেসব ভূমির পুনঃউন্নয়ন করবে।’ সরকারী দৈনিক ‘নিউ লাইট অব মিয়ানমারের’ বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। বিডিনিউজ জানায়, দেশটিতে প্রচলিত একটি দুর্যোগ ব্যবস্থাপনা আইনের বরাত দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘ভূমি পুনঃউন্নয়ন কাজ দ্রুতই কার্যকর হবে।’ ওই আইন অনুযায়ী, যে কোন দুর্যোগ এমনকি সংঘর্ষের কারণে কোন এলাকা ক্ষতিগ্রস্ত হলে সরকার সেই এলাকার পুনঃউন্নয়ন কাজ তদারকি করবে। তবে মিয়ানমার সরকারের পুনঃউন্নয়ন পরিকল্পনা আসলে কী, সে বিষয়ে ব্যাখ্যা দেননি মন্ত্রী। সহিংসতা থেকে প্রাণ বাঁচাতে দেশত্যাগ করা রোহিঙ্গারা যদি দেশে ফিরে যায় তবে তাদের নিজ নিজ গ্রামে প্রবেশ এবং সম্পত্তির দখল নিতে দেয়া হবে কি না, সে বিষয়েও কিছু জানাননি তিনি। রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে জানতে ওই মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হতে হয়েছে।
×