ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গসিপ

প্রকাশিত: ০৬:১৮, ২৮ সেপ্টেম্বর ২০১৭

গসিপ

বিনোদন ভুবনে প্রতিনিয়ত ঘটে চলছে নতুন নতুন ঘটনা। সপ্তাহের শেষ প্রান্তে এসে জেনে নিন সে সব ঘটনার কিছু তথ্য। ভারতীয় এক তরুণ বাবুর্চির সঙ্গে বন্ধুত্ব হলো ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার। নাম মাত্র নয়, বেশ পাকাপোক্ত বন্ধুত্ব। দুজনের একসঙ্গে হাঁটতে যাওয়া, একে অন্যের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করাসহ কত কিছু! ‘চাকরের’ সঙ্গে রানীর এ সখ্য কি আর মেনে নেয় রানীর লোকেরা? কীভাবে কী হলো যে ভারত থেকে ইংল্যান্ডে যাওয়া এক বাবুর্চি হঠাৎ রানীর প্রিয়পাত্রে পরিণত হলো? এসব নিয়েই বড় পর্দায় এসেছে ‘ভিক্টোরিয়া এ্যান্ড আবদুল’ সালমা হায়েক মেক্সিকোতে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলেন দেশটির বিখ্যাত অভিনেত্রী সালমা হায়েক। নিজের ক্রাউডরাইজ কর্মসূচীর মাধ্যমে ইউনিসেফকে ১ লাখ ডলার দান করেছেন তিনি। বলিউড তারকা কাজল আছেন দুর্গাপূজার আমেজে। এরই মধ্যে তার ঠাকুর দর্শন শুরু হয়ে গেছে। গত শুক্রবার মা তনুজা আর বোন তানিশাকে সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলেন নর্থ বোম্বের সর্বজনীন দুর্গাপূজা সমিতির ম-পে। কন্যা সন্তানের মা হতে চলেছেন মার্কিন মডেল, রিয়েলিটি শো তারকা কাইলি জেনার। ২০ বছর বয়সী কাইলির সন্তানের বাবা তার বয়ফ্রেন্ড মার্কিন র্যাপার ট্রাভিস স্কট। একাধিক সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে পিপল ম্যাগাজিন। সিনেমার পর্দায় ‘ভিক্টোরিয়া এ্যান্ড আবদুল’ ১৮৬৩ সালে ব্রিটিশ ভারতের ঝাঁসিতে জন্ম আবদুল করিমের। ১৮৮৭ সালে লম্বা, সুদর্শন আবদুল করিম যখন প্রথম ইংল্যান্ডে পা রাখেন, তখন তার বয়স ২৪ বছর। সে বছর রানী ভিক্টোরিয়ার গোল্ডেন জুবলি উপলক্ষে তৎকালীন ব্রিটিশ ভারত থেকে যে দুজন অনুষ্ঠান সহকারী নির্বাচিত হয়েছিলেন আবদুল করিম ছিলেন তাদের একজন। এর পর বছরখানেকের মধ্যেই রানীর প্রিয়ভাজন হয়ে ওঠেন তিনি।পাশাপাশি তিনি তার পরামর্শক হিসেবেও কাজ করেন। এক সময় রানী তাকে ‘মুনশি’ উপাধিতে ভূষিত করেন। এছাড়া রানী যখন কোথাও ভ্রমণে যেতেন, তখন তার পরিবার ও রাজপ্রতিনিধিদের আপত্তি সত্ত্বেও সঙ্গে নিয়ে যেতেন আবদুল করিমকে। ওষুধ খেতে না চাওয়া শিশুকে যেভাবে রসগোল্লায় ভরে ওষুধ খাওয়ানোর চেষ্টা করা হয়, হলিউড ছবি ভিক্টোরিয়া এ্যান্ড আবদুল সে রকম একটি প্রচেষ্টা। ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়া ও তার ভারতীয় পাচক আবদুলের মিষ্টি বন্ধুত্বের ভেতরে ব্রিটিশ উপনিবেশবাদকে ধবলধোলাই করা হয়েছে। পূর্বপুরুষরা দুই শ’ বছর ভারত শাসন করেছিল, উত্তরপুরুষ চলচ্চিত্রকাররা সেই সময়কে তির্যকভাবে তুলে এনেছেন সিনেমায় এবং পরিচালক স্টিফেন ফ্রেয়ারস এখানে আর ব্রিটিশ থাকতে পারেননি। বিশ্ব নাগরিক হয়ে উঠেছেন। রানী ভিক্টোরিয়া ও আবদুল করিমের গল্প নিয়ে ২০১০ সালে ‘ভিক্টোরিয়া এ্যান্ড আবদুল দ্য ট্রু স্টোরি অব দ্য কুইন ক্লোজেস্ট’ নামে একটি বই প্রকাশ করেন ভারতীয় লেখিকা শ্রাবণী বসু। তার লেখা এ গল্প অবল্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘কুইন এ্যান্ড আবদুল’; সেখানে রানী ভিক্টোরিয়ার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জুডি ডেন্স। ছবিটির চিত্রনাট্য লিখছেন বিলি এলিয়ট। নির্মাণের দায়িত্বে রয়েছেন স্টিফেন ফিয়ারস। প্রসঙ্গত, ১৯০১ সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর ভারতে পাঠিয়ে দেয়া হয় আবদুল করিমকে। এর পর বাকি জীবন তিনি আগ্রার কাছে একটি জায়গায় নিভৃতে বসবাস করেন, তার জন্য এ জায়গাটির বন্দোবস্ত করে দিয়ে যান স্বয়ং রানী ভিক্টোরিয়া। ১৯০৯ সালে ৪৬ বছর বয়েসে মৃত্যুবরণ করেন রানী ভিক্টোরিয়ার। এই সপ্তাহে মুক্তি পেয়েছে ছবিটি আবদুল করিমের ভূমিকায় অভিনয় করেছেন আলি ফাজল। যে মুখ থ্রি ইডিয়টস ছবিতে অভিনয়ের পর থেকে বেশ পরিচিত হয়ে উঠেছে। নিজের চেয়ে অনেক কম বয়সী পুরুষের প্রেমে পডেছিলেন ভিক্টোরিয়া। রাজঘরানার চাকচিক্যের আড়ালে রানি ও দাসের মধ্যে বেড়ে ওঠা আকর্ষণের ছোঁয়া রয়েছে ট্রেলারেও। লেখিকা শ্রাবণী বসুর উপন্যাস ভিক্টোরিয়া এ্যান্ড আবদুল এর ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবিটি। বইয়ে বলা হয়েছিল, ভিক্টোরিয়ার এই প্রেমপর্ব তাঁর জীবন বিতর্ক আর সমালোচনায় তোলপাড় করে দিয়েছিল। বিরাট সা¤্রাজ্যে আর ক’জনকে এড়িয়েই বা ঘনিষ্ঠ হওয়া সম্ভব! তাই সাধারণ মানুষের কাছে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল সেই সংবাদ। আর প্রকাশ্যে আসতেই পুরো বিষয়টি অস্বীকার করেন রানী। মুম্বাইয়ে কাজলের দুর্গাপূজা বলিউড তারকা কাজল আছেন দুর্গাপূজার আমেজে। এরই মধ্যে তাঁর ঠাকুর দর্শন শুরু“হয়ে গেছে। গত শুক্রবার মা তনুজা আর বোন তানিশাকে সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলেন নর্থ বোম্বের সর্বজনীন দুর্গাপূজা সমিতির ম-পে। তখনো প্রতিমা সাজানোর কাজ শেষ হয়নি। সেই প্রতিমার সামনেই সবাই মিলে ছবি তুলেছেন। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘যাঁরা দেবীদের সাজাচ্ছেন, তাঁদের সঙ্গে দেখা করতে মুখার্জিরা দলবলে বেরিয়েছে। চমৎকার সব শিল্পী তাঁরা। মুম্বাইয়ের বাঙালীরাও মেতেছেন দুর্গাপূজার প্রস্তুতিতে। মুখোপাধ্যায় বাড়ির পূজা মুম্বাইয়ে বিখ্যাত। বাড়ির মেয়ে অর্থাৎ বলিউডের নায়িকা কাজল, রানী, তানিশারা এই চারটে দিন পূজায় মেতে থাকেন। অঞ্জলি থেকে বিসর্জন সবেতেই অংশ নেন তারা। ভোগ বিতরণ করেন নিজের হাতে। এ বছরও তার ব্যতিক্রম নয়। গত শুক্রবার উত্তর মুম্বাই সার্বজনীন দুর্গাপূজা সমিতির ম পে প্রতিমা আনা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন কাজল, তানিশা। সঙ্গে ছিলেন দুই নায়িকার মা তনুজাও। এই পূজার আয়োজন করেন কাজলের খালাতো বোন সর্বাণী মুখোপাধ্যায়। সেদিন উপস্থিত ছিলেন সর্বাণীও। সে সব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কাজল স্বয়ং। তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, পূজা শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকটা দিন শুধু আনন্দ করার সময়। পূজার পাঁচ দিন শাড়ি পড়তেই ভালবাসেন কাজল। তবে এবার পূজার আগেই ট্র্যাডিশনাল সাজে হাজির অভিনেত্রী। গোল্ডেন এ্যাম্ব্রয়ডারি করা সাদা সালোয়ার কামিজে কাজল ছিলেন বেশ স্টাইলিশ। মেয়েকে ফ্যাশনে টক্কর দিতে হাজির মা তনুজাও। তাঁর প্যাস্টেল সবুজ রঙের জামদানি শাড়ি ছিল নজরকাড়া। মায়ের সঙ্গে তানিশাও শাড়ি পরেছিলেন। এবং সর্বাণীর পরনে ছিল সাদা সালোয়ার সঙ্গে রঙিন দোপাট্টা। শুধু পরিবারের সঙ্গেই নয় প্রতিমাশিল্পীদের সঙ্গেও ছবি তুললেন কাজল। কাজলকে সবশেষ শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে। তিনি এখন স্বামী অজয় দেবগনের ‘শিবায়’ ছবির প্রচারণায় অংশ নিচ্ছেন। এটি মুক্তি পাবে দিওয়ালিতে। কন্যা সন্তানের মা হতে চলেছেন মার্কিন মডেল কাইলি ক্রিস্টেন জেনার একজন মার্কিন রেয়ালেটি টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল, অভিনেত্রী, উদ্যোক্তা, সামাজিক ব্যক্তিত্ব এবং সামাজিক গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি ৯ বছর বয়স থেকেই ই! টেলিভিশন চ্যানেলের রেয়ালেটি টেলিভিশন সিরিজ কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান্স এর একজন অভিনয় শিল্পী হিসেবে সবার নিকট পরিচিত, তার নিজস্ব ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী এবং তার সামাজিক গণমাধ্যমে তার অতিশয় উপস্থিতি জন্য তিনি বহুল পরিচিত। ২০১২ সালে, তিনি পোশাকের ব্র্যান্ড পেকসান এবং তার পাশাপাশি তার বোন কেনদ্রালকে সঙ্গে নিয়ে একটি ভিন্ন মাত্রার বস্ত্রের ব্র্যান্ড তৈরি করেন, যেটির নাম দেয়া হয় ‘কেনদ্রাল এবং কাইলি’। ২০১৫ সালে কাইলি তার নিজস্ব ব্র্যান্ডের প্রসাধনী ব্র্যান্ড ‘কাইলি কসমেটিক্স’ শুরু করেন, ওই এ্যাপটি আইটিউন্স এ্যাপ স্টোরে ১ম স্থানে উঠে আসে। সম্প্রতি কন্যা সন্তানের মা হতে চলেছেন মার্কিন মডেল, রিয়েলিটি শো তারকা কাইলি জেনার। ২০ বছর বয়সী কাইলির সন্তানের বাবা তার বয়ফ্রেন্ড মার্কিন র্যাপার ট্রাভিস স্কট। একাধিক সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে পিপল ম্যাগাজিন। সূত্রের দেয়া তথ্যমতে, চলতি মাসের শুরুতে বন্ধুদের কাছে এই সুসংবাদটি ফাঁস করেছেন এই র্যাপার ও রিয়েলিটি শো তারকা। এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘কয়েক সপ্তাহ আগে তারা বন্ধুদের কাছে বিষয়টি বলা শুরু“করে। পরিবারের সদস্যরা অনেক আগে থেকেই জানতেন। ট্রাভিসের সঙ্গে কাইলিও ব্যাপারটিতে অনেক উচ্ছ্বসিত।’ জানা গেছে, ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান’ খ্যাত কাইলি চার মাসের অন্তঃসত্ত্বা। অন্য এক সূত্র বলেন, ‘এটা অনাকাক্সিক্ষত কিন্তু তার (কাইলি) কাছে এর চেয়ে আনন্দের বিষয় কিছু নেই। তাদের মধ্যে সম্পর্কটা অনেক ভাল। ট্রাভিস খুব ভাল ব্যক্তি।’ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে সালমা সালমা ভালগারমা হায়েক জিমেনেয চলচ্চিত্র জগতে তিনি অভিনেত্রী সালমা হায়েক নামেই সমধিক পরিচিত। মানবিক বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিমূলক কাজে সোচ্চার। এর মধ্যে আছে নারীর প্রতি সহিংসতা এবং অভিবাসীদের প্রতি বৈষম্য। হায়েক-ই প্রথম মেক্সিকিয়ো যিনি সেরা অভিনেত্রী বিভাগে এ্যাকাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী দলোরেস দেল রিও-এর পর তিনি হলিউডের অন্যতম উল্লেখযোগ্য মেক্সিকিয়ো ব্যক্তিত্ব। ফার্নাদা মন্টিনিগ্রোর পর তিনি দ্বিতীয় ল্যাটিন এ্যামেরিকান অভিনেত্রী যিনি সেরা অভিনেত্রী বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। সম্প্রতি সালমা হায়েক মেক্সিকোতে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন দেশটির বিখ্যাত অভিনেত্রী সালমা হায়েক। নিজের ক্রাউডরাইজ কর্মসূচীর মাধ্যমে ইউনিসেফকে ১ লাখ ডলার দান করেছেন তিনি। শুধু নিজে নন, অন্যদেরও সাধ্যমতো অর্থ সহায়তা দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আহ্বান জানিয়েছেন সালমা। অস্কার মনোনীত মেক্সিকান এই তারকা বলেছেন, ‘আমাদের দেশে টানা তিনটি প্রাকৃতিক বিপর্যয় হয়েছে। এর মধ্যে ভূমিকম্পে আহত ও ক্ষতিগ্রস্ত অসংখ্য শিশু ও পরিবারের এখন সাহায্য প্রয়োাজন। তাদের জন্য আমি ১ লাখ ডলার দিয়েছি। আমার মতো আপনারাও এগিয়ে আসুন। যার যতটুকু সাধ্য আছে সাহায্য দিন। সহায়সম্বল হারানো মানুষগুলোকে অর্থদান ও সহানুভূতির জন্য আপনাদের উদার মানসিকতার কাছে মিনতি করছি। আপনারা যাই দেবেন তা অনেক।’ সালমার ওই কর্মসূচী থেকে ২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার সংগ্রহ করা গেছে। ইনস্টাগ্রামে স্প্যানিশ ভাষায় ভিডিও বার্তাটি পোস্ট করেন তিনি। ৫১ বছর বয়সী এই অভিনেত্রীকে সবশেষ ‘দ্য হিটম্যান’স বডিগার্ড’ ও ‘বিট্রিস এ্যাট ডিনার’ ছবিতে দেখা গেছে।জুলাই ২০০৭-এ হলিউডের লাতিন সম্প্রদায়ের মধ্যে ‘ল্যাটিনো পাওয়ার ফিফটি’ (খধঃরহড় চড়বিৎ ৫০), অর্থাৎ ‘পঞ্চাশ লাতিনো ক্ষমতাধর’ ব্যক্তিত্বের ওপর দ্য হলিউড রিপোর্টার পত্রিকা প্রথমবারের মতো একটি জরিপ পরিচালনা করে ; জরিপে সালমা হায়েকের অবস্থান ছিলো চতুর্থ। ওই মাসেই অনুষ্ঠিত আরেকটি জরিপে পুরুষ ও নারী মিলিয়ে ৩ হাজার তারকা ব্যক্তিত্বের মধ্যে পরিচালিত এক জরিপে হায়েক ‘সবচেয়ে যৌন আবেদনময়ী তারকা’ নির্বাচিত হন। ধ্রুব হাসান তথ্য সূত্র : ইন্টারনেট
×