ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় গোলটেবিল বৈঠক

গণহত্যা চালাচ্ছে মিয়ানমার সরকার ॥ নাসিম

প্রকাশিত: ০৯:০৬, ২৫ সেপ্টেম্বর ২০১৭

গণহত্যা চালাচ্ছে মিয়ানমার সরকার ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্যে বিশ্বজুড়ে রোহিঙ্গাদের রক্ষা ও মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে ঐকমত্য সৃষ্টি হয়েছে। সবাই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। মিয়ানমার গণহত্যা চালাচ্ছে আর মানবতা ও জীবন রক্ষাকারীর দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাদের জীবন রক্ষা করেছেন তিনি। রোহিঙ্গাদের করুণ অবস্থা তুলে ধরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণকারী আন্তর্জাতিক নেতৃবৃন্দকে বোঝাতে সক্ষম হয়েছেন। ফলে মিয়ানমার সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে বিশ্ব জনমত। রবিবার তেজগাঁওয়ের একটি জাতীয় দৈনিকের কার্যালয়ে ‘স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ নীতি ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতি চূড়ান্তকরণ : অগ্রগতি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমকাল ও তামাকবিরোধী সংস্থা প্রজ্ঞা এ গোলটেবিলের আয়োজন করে। সমকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ বেগম ফজিলাতুন নেসা বাপ্পি এমপি, সমকালের উপ-সম্পাদক আবু সাঈদ খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সাইফুল হাসান বাদল, ক্যান্সার সোসাইটির প্রকল্প পরিচালক অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন ফারুক, ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম, ভাইটাল স্ট্র্যাটেজিস-এর কান্ট্রি এ্যাডভাইজার শফিকুল ইসলাম, দ্য ইউনিয়নের টেকনিক্যাল এ্যাডভাইজার সৈয়দ মাহবুবুল আলম তাহিন, দেশ টিভির সম্পাদক সুকান্ত গুপ্ত অলক, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের, এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্সের আহ্বায়ক লিটন হায়দার এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ।
×