ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জঙ্গী নেতা মেহেদী হাসানের পৈত্রিক বাড়িতে কেউ থাকে না

প্রকাশিত: ০৫:১০, ২৩ সেপ্টেম্বর ২০১৭

জঙ্গী নেতা মেহেদী হাসানের পৈত্রিক বাড়িতে কেউ থাকে না

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ সেপ্টেম্বর ॥ ঢাকার বনশ্রী থেকে র‌্যাবের হাতে গ্রেফতার জঙ্গী নেতা ও সেই র‌্যাম্প মডেল ইমাম মেহেদী হাসান ওরফে জিব্রিলের পৈত্রিক বাড়ি বাউফলের কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে হলেও এখানে তারা কেউ থাকে না। গ্রামের বাড়িতে শুধু তার ছোট চাচা ও পরিবারের সদস্য থাকেন। ৭ বছর ধরে তারা ঢাকায় বসবাস করছে। মাঝেমধ্যে গ্রামের বাড়ি বেড়াতে আসত। শুক্রবার সরেজমিনে দেখা গেছে, একটি টিনশেড ঘরে ওই জঙ্গী নেতার ছোট চাচা ফজলুল হক হাওলাদারের পরিবারের লোকজন বসবাস করে। ফজলুল হক বর্তমানে হজ করতে গিয়ে সৌদি আরব অবস্থান করছে। রাজাপুর গ্রামের মেম্বর স্বপন জানান, জঙ্গী নেতা মেহেদী হাসানের বাবার নাম খোরশেদ আলম। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। তারা ২ ভাই, ৪ বোন । ভাইদের মধ্যে মেহেদী হাসান বড়। ১৯৮৮ সালের ৭ আগস্ট গোপালগঞ্জের কাশিয়ানী থানায় তার জন্ম। তার বাবা ওই সময় সেই থানায় কনস্টেবল পদে চাকরি করত। সর্বশেষ তার বাবা বরিশালের একটি থানা থেকে এএসআই পদে থেকে অবসরে যান। বরিশাল থেকে ৭ বছর আগে তারা ঢাকায় চলে যান। বৃহস্পতিবার ঢাকার বনশ্রী থেকে র‌্যাবের হাতে মেহেদী হাসান গ্রেফতার হওয়ার পর তার জঙ্গী হওয়ার ঘটনাটি এলাকাবাসী জানতে পারেন। গ্রামের লোকজন জানান, মেহেদী বছরে দু’একবার বাবা-মায়ের সঙ্গে বেড়াতে গ্রামের বাড়িতে আসত। সর্বশেষ বছরখানেক আগে সে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। তবে সে গ্রামের কোন স্কুলে পড়াশোনা করেনি। তার বাবার চাকরির সুবাদে বিভিন্ন কর্মস্থলে পড়াশোনা করে। বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, মেহেদী হাসান গ্রেফতারের পর খোঁজ-খবর নেয়ার জন্য আমি বাউফল থানার এসআই সাইদকে তার গ্রামের বাড়িতে পাঠাই। সেখানে তার চাচাত ভাইয়ের কাছ থেকে এসআই সাইদ মোবাইল নম্বর সংগ্রহ করে জঙ্গী নেতা মেহেদী হাসানের ভাই অলিউল্লাহ ওরফে মিলনের সঙ্গে কথা বলে। তিনি পুলিশ অফিসারকে জানান, গত ৪ মে থেকে মেহেদী হাসান নিখোঁজ থাকায় তিনি খিলগাঁও থানায় একটি জিডি করেছেন (যার নম্বর ২৬৪, তারিখ ৫/৫/১৭)। এরপর থেকে পরিবারের সঙ্গে তার কোন যোগাযোগ হয়নি। গ্রেফতারের পর জঙ্গী সংশ্লিষ্টতার বিষয়টি তারা জানতে পারেন। এদিকে পুলিশের একটি সূত্র জানায়, জঙ্গী নেতা মেহেদী হাসানের বাইরেও আবু জাফর, জোবায়ের হোসেন শাহিন ও ইসরাত জাহান মৌ নামের আরও তিন জঙ্গীর বাড়ি বাউফলে। এদের মধ্যে জোবায়ের হোসেন শাহিন ও ইসরাত জাহান মৌ বর্তমানে জেলহাজতে। আবু জাফর জামিনে এসে পলাতক। এই তিন জঙ্গীর বাড়ি যথাক্রমে বাউফলের নুরাইনপুর, নারায়ণপাশা ও বিলবিলাস গ্রামে। জঙ্গী নেতা আবু জাফরের বিরুদ্ধে পটুয়াখালী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে (মামলা নং ৯, তারিখ ১১/১২/১৫ ও জোবায়ের হোসেন শাহিনের বিরুদ্ধে দিনাজপুর থানায় বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে (যার নম্বর ২২, তারিখ ১১/১২/১৫ ও ২৩ তারিখ ১১/১২/১৫) এসব জঙ্গীর বাড়ি বাউফলে হওয়ায় এলাকার মানুষ উদ্বিগ্ন।
×