ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীন গেছে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল

প্রকাশিত: ০৪:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০১৭

চীন গেছে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল

বিশেষ প্রতিনিধি ॥ রোহিঙ্গা সঙ্কট নিয়ে মিয়ানমারকে চাপ দিতে যখন চীনের শরণাপন্ন হওয়ার পরামর্শ আসছে, সে সময় এশিয়ার প্রভাবশালী এ দেশটি সফরে গেলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের একদল নেতা। আওয়ামী লীগের ১৯ সদস্যের এ প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলটির সভাপতিম-লীর সদস্য লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান এবং সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপুমনিও রয়েছেন। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সোমবার রাত সোয়া ১২টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দলটি চীনের রাজধানী বেজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। সেখানে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থানকালে বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন তারা। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেনÑ আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, আইনবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শ ম রেজাউল করিম, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য দীপঙ্কর তালুকদার, বদর উদ্দিন আহমেদ কামরান, এ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, পারভীন জামান কল্পনা, মেরিনা জাহান, উপাধ্যক্ষ রেমন্ড আরেং এবং সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত। মূলত অক্টোবর বিপ্লবের শতবার্ষিকী উপলক্ষে চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টি আয়োজিত মার্কসবাদের বিভিন্ন দিক নিয়ে সেমিনারসহ বিভিন্ন কর্মসূচীতে যোগ দিতেই চীনে গেছে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি। তবে সম্প্রতি রোহিঙ্গা সঙ্কট জটিল আকার ধারণ করার প্রেক্ষাপটে রোহিঙ্গা ইস্যুটিই প্রতিনিধি দলের আলোচনার মূল এজেন্ডা হবে বলে দলীয় সূত্রগুলো নিশ্চিত করেছে। বিশেষ করে আরাকান রাজ্যে রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হামলা-নির্যাতন ও গণহত্যার বিষয়ে বাংলাদেশ সরকার ও দলের অবস্থান তুলে ধরে চীনের সহযোগিতা চাইবেন প্রতিনিধি দলের নেতারা। প্রতিনিধি দলের একাধিক সদস্য জনকণ্ঠকে জানান, চীন সফরকালে রোহিঙ্গা প্রসঙ্গটি হবে তাদের এক নম্বর আলোচ্য বিষয়। এছাড়া দুই দেশ ও দুই দলের সম্পর্ক এবং বাংলাদেশের উন্নয়নে চীনের অবদান বৃদ্ধির বিষয়েও পারস্পরিক মতবিনিময় করবেন তারা। অক্টোবর বিপ্লবের কর্মসূচীতে অংশ নিতে আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশের বামপন্থী দলগুলোর আট সদস্যের আরেকটি প্রতিনিধি দল এরই মধ্যে চীনের রাজধানী বেজিং গেছে।
×