ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইশারের সিকেডি যানবাহন সংযোজন কারখানা করবে রানার

প্রকাশিত: ০৬:১৪, ৩০ আগস্ট ২০১৭

আইশারের সিকেডি যানবাহন সংযোজন কারখানা করবে রানার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের অন্যতম বৃহৎ বানিজ্যিক যানবাহন প্রস্তুতকারী ‘ভিই কমার্শিয়াল ভেহিকেলস লিঃ’ এর একটি ব্যবসায়িক অঙ্গপ্রতিষ্ঠান ‘আইশার ট্রাকস এ্যান্ড বাসেস’ সম্প্রতি বাংলাদেশে তাদের সিকেডি যানবাহন সংযোজন কার্যক্রম শুরু করার কথা ঘোষণা করেছে। বাংলাদেশে আইশারের সহযোগী হিসেবে রানার মোটরস লিঃ এর সঙ্গে যৌথ উদ্যোগে এই সংযোজন কারখানাটি স্থাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গত সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে ভি ই কমার্শিয়াল ভেহিকেলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও বলেন, বাংলাদেশ আইশারের জন্য একটি গুরুত্বপূর্ণ মার্কেট এবং এ দেশে আমরাই প্রথম বিএস ৩ মানের যানবাহন এনেছি। রানার মোটরস লিঃ এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, আইশার ট্রাক এ্যান্ড বাসের অংশীদার হতে পেরে এবং সিকেডি সংযোজন প্ল্যান্টের কাজ শুরু করতে পেরে আমরা আনন্দিত। আমরা আইশার ট্রাক ও বাসের জন্য একটি ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে আমরা আমাদের টেকনিশিয়ানদের যথাযোগ্য প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল তৈরি করছি।
×