ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অভিযুক্ত হজ এজেন্সিগুলোর শাস্তির সুপারিশ

প্রকাশিত: ০৫:০৭, ৩০ আগস্ট ২০১৭

অভিযুক্ত হজ এজেন্সিগুলোর শাস্তির সুপারিশ

সংসদ রিপোর্টার ॥ হজ এজেন্সিগুলোর গাফিলতিতে এবারও অনেক হজযাত্রী হজে যেতে না পারায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। যেসব এজেন্সির কারণে এ ভোগান্তির সৃষ্টি হয়েছে, তাদের লাইসেন্স বাতিলসহ জরিমানা করার সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি আগামী হজ মৌসুমে টিকেট বুকিংয়ের সময়ই এজেন্সিগুলোর কাছ থেকে টিকেটের সম্পূর্ণ টাকা পরিশোধসাপেক্ষে প্লেনের টিকেট দেয়ার প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, নজরুল ইসলাম চৌধুরী, রওশন আরা মান্নান ও সাবিহা নাহার অংশ নেন।
×