ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যান্সার নির্মূলে নয়া পদ্ধতি

প্রকাশিত: ০৫:০১, ৩০ আগস্ট ২০১৭

ক্যান্সার নির্মূলে নয়া পদ্ধতি

মরণব্যাধি ক্যান্সার নির্মূলে নতুন উপায় খুঁজে বের করেছেন বিজ্ঞানীরা। নতুন ধরনের এই চিকিৎসা চলতি কেমোথেরাপির চেয়েও ভাল কাজ করবে। ক্যান্সারে আক্রান্ত রোগীর শরীরের টিউমার ধ্বংস করতে সাধারণত শক্তিশালী কেমোথেরাপি চিকিৎসা দেয়া হয়। কিন্তু চিকিৎসকরা প্রায় সময়ই ক্যান্সার নিরাময়ে ব্যর্থ হয়ে যান। এছাড়া অত্যন্ত ভয়াবহ এ চিকিৎসায় রোগীর মাথা থেকে চুল ঝরে যায়। কেমোথেরাপিতে রোগী অবসাদগ্রস্ত ও অসুস্থ হয়ে পড়েন। এছাড়া এ চিকিৎসা টিউমারের সব কোষও ধ্বংস করতে পারে না। এতে চিকিৎসকরা বহু রোগীকে ক্যান্সারমুক্ত ঘোষণা করার পরেও তাদের শরীরে ফের এই রোগ এসে বাসা বাঁধে। কীভাবে ক্যান্সার মানুষের শরীর ধ্বংস করে তা নিয়ে বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা করেন। তারা এই প্রাণঘাতী ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায় বের করেছেন। তারা শরীরে একটি প্রোটিন খুঁজে পেয়েছেন, যেটা কেমোথেরাপিকে টিউমার কোষ নীরবে ধ্বংস করতে সক্ষম করে তোলে। নতুন চিকিৎসা পদ্ধতি মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থায় লাল পতাকার মতো কাজ করবে। এটা নীরবে রোগীর শরীরের সব ক্যান্সার কোষ নির্মূল করে দেবে। গবেষণাগারে নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, এখনও মানুষের জীব কোষে তা ব্যবহার করা হয়নি। তবে আগামী পাঁচ বছরের মধ্যেই তা মানুষের শরীরে প্রয়োগ করা সম্ভব হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। -মেইল অনলাইনের।
×