ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

২৫ দিনে ১০৪ কোটি ডলার রেমিটেন্স

প্রকাশিত: ০১:৪৫, ২৯ আগস্ট ২০১৭

২৫ দিনে ১০৪ কোটি ডলার রেমিটেন্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বেড়েছে। চলতি অগাস্ট মাসের ২৫ দিনে মোট ১০৪ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন তারা। মাসের বাকি দিনগুলোতে রেমিটেন্স প্রবাহের হার আরও বেড়ে সবমিলিয়ে এ মাসে মোট রেমিটেন্সের পরিমাণ ১৩০ কোটি ডলারে গিয়ে ঠেকতে পারে বলে ধারণা করছেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা। রেমিটেন্স বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বিশ্লেষণে দেখা যায়, পহেলা অগাস্ট থেকে ২৫ অগাস্ট পর্যন্ত ১০৩ কোটি ৯১ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১১১ কোটি ৫৫ লাখ ডলার পাঠিয়েছিলেন তারা, যা গত বছরের জুলাই মাসের চেয়ে ছিল ১১ শতাংশ বেশি। গত ২০১৬-১৭অর্থবছরের প্রায় পুরো সময় ধরে পড়তির দিকে থাকা রেমিটেন্স প্রবাহের ঊর্ধ্বগতি বাংলাদেশের অর্থনীতির জন্য সুখবরই দিচ্ছে।
×