ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গলাচিপার ৩৩৬ পরিবার পেল বিদ্যুত সংযোগ

প্রকাশিত: ০০:৪২, ২৯ আগস্ট ২০১৭

গলাচিপার ৩৩৬ পরিবার পেল বিদ্যুত সংযোগ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের কৃষক জয়নাল সিকদার ৬ মাস আগেও ভাবতে পারেন নি, দুর্গম এ গাঁয়ের বাড়িতে বিদ্যুতের আলো জ্বলবে। বাড়িঘর থেকে শুরু করে গোটা গ্রাম হবে বিদ্যুতের আলোয় আলোকিত। কিন্তু আখম জাহাঙ্গীর হোসাইন এমপি মঙ্গলবার দুপুরে যখন ‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ শ্লোগান তুলে সুইচ টিপে দিলেন, তখন সত্যি সত্যি জয়নাল সিকদারের ঘরে জ্বলে উঠলো বিদ্যুতের আলো। সত্তরোর্ধ বৃদ্ধ দু’ হাত তুলে শুকরিয়া আদায় করলেন। বললেন, জীবনের একটা বড় চাওয়া আজ পূর্ণ হলো। জয়নাল সিকদার একা নন। গাঁয়ের মোট ৩৩৬টি পরিবার একই সঙ্গে বিদ্যুত সংযোগ পেয়েছে। এরমধ্যে দু’টো কুটির শিল্প এবং ৫ টি দাতব্য প্রতিষ্ঠানও সংযোগ পেয়েছে। বিদ্যুত সংযোগ উপলক্ষে স্থানীয় বাজারে আয়োজন করা হয় অনুষ্ঠানের। আমখোলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি আখম জাহাঙ্গীর হোসাইন এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, যুগ্ন সম্পাদক সরদার মুঃ শাহ আলম, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জিত কুমার মন্ডল প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি আখম জাহাঙ্গীর হোসাইন এমপি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেয়ার অঙ্গীকার করেছেন। যার সুবাদে গলাচিপায় বর্তমানে ২০ হাজারের বেশি পরিবার বিদ্যুত সুবিধা ভোগ করছে। অথচ বিএনপি-জামায়াত জোটের আমলে বিদ্যুত গ্রাহক ছিল মাত্র আড়াই হাজার। ডিজিএম সঞ্জিত কুমার মন্ডল বলেন, কোটি টাকারও বেশি ব্যয় করে প্রায় সাত কিলোমিটার লাইন টেনে ২১ টি ট্রান্সফরমার মাধ্যমে বাঁশবুনিয়া গ্রামে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে।
×