ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শুরুতেই তাইজুলের বিদায়

প্রকাশিত: ১৭:৪৫, ২৯ আগস্ট ২০১৭

শুরুতেই তাইজুলের বিদায়

অনলাইন রিপোর্টার ॥ সফরকারী অস্ট্রেলিয়াকে ২১৭ রানে অলআউটের পর ঢাকা টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। তবে শুরুতেই ধাক্কা খেল টাইগাররা। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার কিছু আগে সৌম্যর বিদায়ের পর নৈশ প্রহরী হিসেবে মাঠে নামা তাইজুল দিনের শুরুতেই বিদায় নিয়েছেন। লায়নের আগের ওভারের প্রথম বলেই চার মেরে বাংলাদেশের লিড ১০০তে নিয়ে গিয়েছিলেন তাইজুল ইসলাম। কিন্তু ২৮তম ওভারের প্রথম বলেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। লায়নের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ব্যক্তিগত ৪ রানে আউট হয়ে ফিরে যান তাইজুল।এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৬৭ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন ইমরুল কায়েস। তামিম ৪৬ রান নিয়ে ব্যাট করছেন। মিরপুরে গতকাল নিজেদের দ্বিতীয় ইনিংসে ২২ ওভারে ৪৫ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ফলে আজ ৮৮ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করতে পেরেছে তামিম-তাইজুলরা। দিন শেষ হওয়ার মাত্র দুই ওভার আগে গতকাল ওপেনার সৌম্য সরকার আউট না হলে আজ পুরো ১০ উইকেট নিয়েই খেলতে পারতো টাইগাররা। তবে ধৈর্য্যের পরিচয় দিয়ে তামিম অপরাজিত রয়েছেন ৩০ রানে। তার সঙ্গে নাইটওয়াচম্যান হিসেবে গতকাল ৯ বল মোকাবেলা করলেও কোনো রান না করে অপরাজিত ছিলেন তাইজুল ইসলাম।
×