ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তত্ত্বাবধায়কে ফেরার আর সুযোগ নেই ॥ হানিফ

প্রকাশিত: ০৪:৫০, ২৯ আগস্ট ২০১৭

 তত্ত্বাবধায়কে ফেরার আর সুযোগ নেই ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফেরার সুযোগ নেই। বিএনপি আর দ্বিতীয় লতিফুর রহমান খুঁজে পাবে না, তত্ত্বাবধায়কও পাবে না। তাই বিএনপির উচিত তত্ত্বাবধায়ক ব্যবস্থায় নয়, জনগণের ওপর আস্থা রাখা। কারণ জনগণই সকল ক্ষমতার মালিক। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে (এসকে সিনহা) উদ্দেশ করে বলেন, ‘আপনি সংসদ সদস্যদের অযোগ্য, অপরিপক্ব ঘোষণা করার মধ্য দিয়ে প্রমাণ করেছেন আপনি নিজেও অযোগ্য ও অপরিপক্ব। কারণ এই সংসদ রাষ্ট্রপতি নির্বাচন করে আর রাষ্ট্রপতি আপনাকে নির্বাচিত করেছেন। সেই হিসেবে আপনিও অযোগ্য।’ ‘ষোড়শ সংশোধনীর রায়ে আওয়ামী লীগের ঘুম হারাম হয়েছে’ বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, কথা বলার আগে একটু চিন্তাভাবনা করবেন। পাগল-ছাগলের মতো কথা বলবেন না। আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। আন্দোলনের মাধ্যমে স্বৈর শাসকদের হটিয়েছে। মঈনউদ্দিন-ফখরুদ্দীনের মতো সরকারকে ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামিয়েছে। সেই আওয়ামী লীগ কখনও ভয় পায় না। আওয়ামী লীগের কখনও ঘুম হারাম হয় না। বরং ক্ষমতায় যেতে না পেরে আপনাদের (বিএনপি) ঘুম কোথায় যাচ্ছে সেটা একবার দেখুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদ ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি রিমু আক্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান ড. হোসেন মনসুর, আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক এস এম মাকসুদ কামাল, ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
×