ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক বিবেচনায় সরকার ভক্তদের কাছে নতিস্বীকার করেছে

প্রকাশিত: ০৭:৫৮, ২৭ আগস্ট ২০১৭

রাজনৈতিক বিবেচনায় সরকার ভক্তদের কাছে নতিস্বীকার করেছে

জনকণ্ঠ ডেস্ক ॥ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে গ্রেফতারের পর ভক্তদের তা-ব দমনে ব্যর্থতায় হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তারের তীব্র সমালোচনা করেছে আদালত। পাঞ্জাব-হরিয়ানা রাজ্যের হাইকোর্ট এক বিশেষ শুনানিতে শনিবার সরাসরি মুখ্যমন্ত্রীর সমালোচনা করে। শুক্রবার তা-বের জন্য আদালত হরিয়ানা রাজ্য সরকারকে দায়ী করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। হাইকোর্ট বলেছে, রাজনৈতিক বিবেচনায় সরকার ডেরা সাচ্চা সৌদার ভক্তদের কাছে আত্মসমর্পণ করেছে। মুখ্যমন্ত্রী ডেরা সুরক্ষা ও তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিয়েছে। ভোট ব্যাংক বাড়াতে সরকার ভক্তদের কাছে পুরোপুরি রাজনৈতিক আত্মসমর্পণ করেছে। হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে, ধর্মগুরুকে যেন কিছুতেই ভিআইপি সুবিধা দেয়া না হয়। তবে শনিবার নতুন করে কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। উপদ্রুত এলাকায় সেনা টহল চলছে। রকস্টার গুরুর ডেরা সেনাবাহিনী ঘিরে রেখেছে। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত চলা তা-বে অন্তত ৩১ জন নিহত ও ৩০০ আহত হয়েছে। বিপুল সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের সম্পত্তির ক্ষতিপূরণে হাইকোর্ট রাম রহিমের সম্পত্তি বাজেয়াফত করার নির্দেশ দিয়েছে। সোমবার রাম রহিম সিংয়ের দ- ঘোষণা করা হবে।
×