ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে সিবিএ নেতা সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ০৫:০৬, ২৭ আগস্ট ২০১৭

বাগেরহাটে সিবিএ নেতা সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেয়ার দায়ে দ- পাওয়া সিবিএ নেতা জসিম হাওলাদারকে এবার সাময়িক বরখাস্ত করেছে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ওজোপাডিকো)। ওজোপাডিকোর প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) আলমগীর কবির স্বাক্ষরিত এক চিঠিতে ওই বরখাস্তের আদেশ দেয়া হয়। শনিবার দুপুরে ওজোপাডিকোর বাগেরহাট কার্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ বলেন, ওজোপাডিকোর তৃতীয় শ্রেণীর কর্মচারী সিবিএ নেতা জসিম হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালত দ- দেয়ায় চাকরি বিধি অনুযায়ী ওজোপাডিকোর প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) আলমগীর কবির তাকে সাময়িকভাবে বরখাস্ত করে চিঠি দিয়েছেন। সরকারী কোন কর্মচারীর সাজা বা গ্রেফতার হলে চাকরি বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করার নিয়ম রয়েছে। গত বৃহস্পতিবার বাগেরহাট শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে অবৈধভাবে বিদ্যুত সংযোগ দেয়ার দায়ে সিবিএ নেতা জসিমকে দেড় বছরের কারাদ- দেয় ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদ- দেয়। তিনি বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন।
×