ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তরপত্র জালিয়াতি ॥ আরও এক প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ০৫:০৬, ২৭ আগস্ট ২০১৭

উত্তরপত্র জালিয়াতি ॥ আরও এক প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীন ইংরেজী বিষয় উত্তরপত্র (খাতা) বদলিয়ে পাস করিয়ে দেয়া চক্রের আরও এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোরে পুলিশ ওই প্রতারককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। নাম মাহমুদুল হক সরকার। তার বাড়ি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর কলেজপাড়া গ্রামে। তিনি ভজনপুর ডিগ্রী কলেজের লাইব্রেরিয়ান। এর আগে শুক্রবার বিকেলে মনির হোসেন ও মধু রায়কে শহরের জালাসীপাড়ার এক ছাত্রাবাস থেকে ইংরেজী বিষয় খাতা বদল করে পাস করিয়ে দেয়ার নামে টাকা লেনদেনের সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের প্রাথমিক স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে পুলিশ জাতীয় বিশ^বিদ্যালয়সহ স্থানীয় আরও কয়েকজনের নাম জানতে পেরেছে। শনিবার বিকেলে পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ ও তথ্য উদঘাটনের জন্য পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। সম্প্রতি মকবুলার রহমান সরকারী কলেজে অধ্যয়নরত অনার্স পড়ুয়া ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থীর দেয়া তথ্য ও গোপন ভিডিও দেখে গোয়েন্দা পুলিশ সংঘবদ্ধ ওই চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয়। নিরাপদ ঈদ যাত্রার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৬ আগস্ট ॥ সড়ক দুর্ঘটনামুক্ত নিরাপদ ঈদ যাত্রার দাবি জানিয়ে কেরানীগঞ্জে মানববন্ধন করেছে ‘ইউএনও রাশেদ ফর রোড সেফটি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার বেলা ১২টায় ঢাকা-মাওয়া মহাসড়কের নতুন রাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন, সংগঠনের সদস্য সচিব সাহিদুল হক সাহিদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সহকারী প্রকল্প পরিচালক ইসমাইল হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ফারুক হোসেন মিঠুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
×