ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সিরাজগঞ্জে নির্মূল কমিটির ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৪:১৬, ২৭ আগস্ট ২০১৭

 সিরাজগঞ্জে নির্মূল কমিটির ত্রাণ বিতরণ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বন্যাত্রাণ কার্যক্রম ২০১৭-এর অংশ হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ২৪ আগস্ট সিরাজগঞ্জের বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের ভেতর ত্রাণ বিতরণ করেন। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুলের নেতৃত্বে ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় নেতা আলী আকবর টাবি, সাইফ উদ্দিন রুবেল, শিমন বাস্কে এবং সিরাজগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম ও জেলার নেতৃবৃন্দ। সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এক সমাবেশে নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা কাজী মুকুল দলমত নির্বিশেষে সকল নাগরিককে বন্যাত্রাণ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। সাংবাদিক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খ ম আখতার হোসেন, জেলা জাসদের সভাপতি আবদুল হাই তালুকদার ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাজী মুকুল বলেন, নির্মূল কমিটি সীমিত সাধ্য নিয়ে দুর্গত এলাকায় বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভেতর বন্যাত্রাণ কর্মীসূচী গ্রহণ করেছে। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান ঈদের আনন্দ দুর্গত এলাকার মানুষদের অংশীদার করার জন্য। সিরাজগঞ্জের শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের ভেতর নির্মূল কমিটি শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, সেমাই, দুই চিনি, চাল, ডাল, তেল, আলু ও ওরস্যালাইন বিতরণ করেছে। ত্রাণ তহবিলে ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর দান গত ২২ আগস্ট শিল্পাঙ্গনে আয়োজিত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর শিল্পকর্মের বিক্রয়লব্ধ অর্থ থেকে শিল্প নগদ এক লাখ টাকা নির্মূল কমিটির বন্যাত্রাণ তহবিলে দান করেছেন। -বিজ্ঞপ্তি
×