ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্যাংক কর্মকর্তার অপহরণের ঘটনা রহস্যজনক

প্রকাশিত: ২১:০৬, ২৬ আগস্ট ২০১৭

ব্যাংক কর্মকর্তার অপহরণের ঘটনা রহস্যজনক

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী আইএফআইসি ব্যাংকের করপোরেট কমিউনিকেশন্স ও ব্র্যান্ডিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদের হদিস মেলেনি। তার অপহৃত হওয়ার বিষয়টি নিশ্চিত নয়। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত ২৩ আগস্ট দুপুরে রাজধানীর পুরানা পল্টনের খানা বাসমতি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে একটি মাইক্রোবাসযোগে অপহরণ করা হয় বলে পরিবারের দাবি। এ ব্যাপারে ব্যাংক কর্মকর্তার স্ত্রী শিল্পী আহমেদ পল্টন থানায় সাধারণ ডায়েরী করেছেন। ঘটনার তদন্ত করছে পুলিশ, র্যা ব ও গোয়েন্দা সংস্থাগুলো। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মুহা. আশরাফুজ্জামান আজ শনিবার দুপুরে জনকন্ঠকে বলেন, সাধারণত অপহরণের ঘটনার সময় যেরকম পরিস্থিতির সৃষ্টি হয়, শামীম আহমেদের ক্ষেত্রে সেটি হয়নি। তাই অপহরণের ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। অপহরণের সময় শামীম আহমেদ কোন চিৎকার বা চেঁচামেচি করেননি বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারাও এমনটাই জানিয়েছেন। ব্যাংক কর্মকর্তার হদিস জানার চেষ্টা অব্যাহত আছে।
×