ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুর ভেন্যুতে চ্যাম্পিয়ন ময়মনসিংহ

প্রকাশিত: ০৪:৪৮, ২৪ আগস্ট ২০১৭

শেরপুর ভেন্যুতে চ্যাম্পিয়ন ময়মনসিংহ

স্পোর্টস রিপোর্টার ॥ জেএফএ অ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শেরপুর ভেন্যুতে টাঙ্গাইল জেলাকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ময়মনসিংহ জেলা দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধাতির সময়ের খেলাটি ২-২ গোলে অমীমাংসিত ছিল। ময়মনসিংহের পক্ষে শামসুন্নাহার ও রোজিনা এবং টাঙ্গাইলের পক্ষে আম্বিয়া গোল দুটি করে। এছাড়া গাইবান্ধায় ঠাকুরগাঁও ১৬-০ গোলে লালমনিরহাটকে, পঞ্চগড় ১-০ গোলে নীলফামারীকে; যশোরে নড়াইল ২-০ গোলে মাগুরাকে এবং খুলনা ১-০ গোলে পটুয়াখালীকে হারায়। মহিলা দাবার শীর্ষে ইভা ও শিরিন স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন জাতীয় মহিলা দাবার চতুর্থ রাউন্ডের খেলা শেষে গতবারের চ্যাম্পিয়ন নাজরানা খান ইভা ও গতবারের মহিলা রানার্সআপ ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন ৪ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের দাবা ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় ইভা ফিদেমাস্টার জাকিয়া সুলতানাকে এবং শিরিন জাহানারা হক রুনুকে হারান। সাড়ে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, কাজী জেরিন তাসনিম ও ঝর্ণা বেগম।
×